আমাদের কথা খুঁজে নিন

   

আহা মানব জীবন !!!



আমি নিরাশাবাদী একজন মানুষ। কোন কিছুতেই আমার কোনো ভরসা নেই। বলা যায় হাল ছেড়ে দিয়েছি, পাল তুলে দিয়েছি; আদিগন্ত সমুদ্র, যাও যেখানে খুশি। যেতে বাঁধা নেই, খেতে বাঁধা নেই। কি হবে বা কি হতো? চিন্তা বাদ।

কোথায় যেন পড়েছিলাম "যাহা ঘটিবার উহা তো ঘটিয়াই আছে"। উহা যদি ঘটিয়াই থাকে, তবে কেন......? বৃথা কষ্ট, অযথা, কোন মানে হয় না। লোভ। মানব জীবনের প্রধান নিয়ামক। ক্ষুধা-তৃষ্ণা থেকে শুরু করে যা কিছু দেখি, সবই তো লোভ।

বয়স বাড়ে আর বাড়ে লোভের জিহ্বার দৈর্ঘ্য। খাওয়ার লোভ, ঘুমানোর লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ। চারপাশে এত লোভের হাতছানি, পালানোর লোভ করেও উপায় নেই। বড়লোকের দামি গাড়ী দেখে গালি দিতে ভুল হয় না। তেমন নিজের ল্যাপটপ টাও যত্নে রাখতে ভুল হয় না।

গাড়ী টা খুব বিলাস দ্রব্য মনে হলেও নিজের ল্যাপটপ টা কে কখনই মনে হয়না। আমাদের দোষ দিয়ে লাভ নেই, আমরা উত্তরাধিকার সূত্রেই স্বার্থপর। আমরা এমনই, আয়নার সামনে দাঁড়িয়ে খুব যত্ন করে চুল এলোমেলো করে আমরাই কবি সাজি, বেখেয়াল সাজি। আমার কাছে ৫ টাকা মানে একটা সিগারেটের দাম হলেও কারো কাছে ১০ টাকা মানে এক বেলার খাবরের পয়সা। আমাদের আয়না টা বড় অদ্ভুত, শুধু অন্য মানুষের ছায়াই পড়ে, নিজের টা না।

কত মানুষ কত বোমা বানলো, অস্ত্র বানলো আর এই আয়না টা বানাতে ভুলে গেল? মধ্যাকর্ষণ শক্তি বলে কি একটা জিনিস নাকি আছে, কিন্তু এটা যে আমাদের দেখার বেলায় কাজ করে না এটা আমি নিশ্চিত। কাজ যদি করতই তবে আমাদের চোখ শুধু উপরে যেত না, নীচের দিকে নামতো। বড়লোকের বিলাস না দেখে গরীবের দৈন্যতা টাও দেখতো। আজে বাজে এসব কথা লেখার জন্য সবার কাছে আমি দুঃখিত। আমি বাবু ২১।

১২। ২০০৯


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।