দৃষ্টি আমার অপার সৃষ্টি ওগো........
ছবি বর্ণনা:
পবিত্র কা'বা, আল্লাহর ঘর। উমরাহ্ করতে গিয়ে ছবিটি নিয়েছিলাম মুঠোফোন থেকে। সময়- ২০০৮ সাল।
ছবি স্বত্ব: http://www.fazleelahi.com
হাদীস:
সৌন্দর্য্য ও সম্পদ নয়; মন ও কাজেই আল্লাহর দৃষ্টি
“হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সা) বলেছেন, আল্লাহ তোমাদের সৌন্দর্য্য ও সম্পদের দিকে লক্ষ্য করেন না; বরং তোমাদের অন্তঃকরণ ও কাজের দিকে লক্ষ্য করেন। ” ( মুসলিম )
ব্যাখ্যা: উপরোক্ত হাদীসটির সারর্মম এই যে , আল্লাহর নিকট মানুষের শারীরিক সৌন্দয্য ও ধন সম্পদ ইত্যাদির কোন গুরুত্ব নেই।
আল্লার কাছে গুরুত্ব হল মানুষের অন্তর ও কাজের। অর্থাৎ, মানুষের অন্তরে নেক নিয়ত রেখে যে কাজটি করে তাই আল্লার নিকট বিশেষ গুরুত্বপূর্ন।
ইবাদত কবুল হওয়ার জন্য দু’টি শর্ত পূরন হওয়ার প্রয়োজন। একটি হল ঈমান , আর দ্বিতীয়টি হল বিশুদ্ধ নিয়ত। আল্লাহ যেমন বেঈমানের ইবাদত বা উত্তম কাজ কবুল করেন না, তেমনি কবুল করেন না ত্রুটিপূর্ণ নিয়তের অধিকারীর ইবাদত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।