এ এমন এক মাঝরাত- এখন কী করা যায় (৬)
---------------------------------------------------------------
দিনমান সূর্য তার রোজকার আলো নিয়ে আসেনি ফিরে। সূর্যও শিখে গেছে চাঁদের কাছ থেকে কী করে আলোর ফাকিবাজি করা যায়। তাই গত ২দিন উত্তাপটা তার টের পায়নি কেউ। না আমি না তুমি-কেউই!
সূর্য আসেনি তার পরিচিত রূপ ধরে তো কী হলো কার? রোজকার মত আজও রাত নেমেছে পৃথিবীতে। ঈষৎ হিম হিম ভাব।
তবু আর অনেকদিনের মতো আজও চাঁদ নামেনি ধরায়।
আমাদের কেউ কোনজন আমাদের ছেড়ে গেছে আগেই। আমরা তবু বসে আছি তাদের পথ চেয়ে। পথে পথে জানি অনেক পথ তবু আমাদের ফি দিন,ফি রাত নামতে হয় সেই একই পথে। যদিও আমরা পথকে আপন জেনে নামি পথে তবু সে পথ আমাদের তেমন করে কাছে ডাকে না যেমনটি আমরা ভাবি।
আমি রোজ রোজ আমার মতো করে তোমাকে ভাবি অথচ তুমি হয়ে যাও রাতের মত অচেনা কোন এক!
------------------------------
রাত হলে তুমি বদলে যাও
তোমার চি্রচেনা কন্ঠে ভাসে অন্যজন
অন্য কেউ এসে ভীড় করে তোমাতে
যেখানে আমার উপস্থিতি ছিল সেখানে
ভর করে নিস্তরঙ্গ দূপুরেমূর্তি
এই কদি্ন আমি তোমাকে পড়েছি খুব
অথচ কোন এক গলিতে এসে থমকে যায় সব।
তুমি কী প্রকাশ হবে আমার কাছে
একান্ত নিঃশ্বাসের মত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।