এই বিজয়ের মাসে-
আসো দু'হাত বাড়িয়ে দিই
সূর্যের মত যারা চলে গেছে মৃত্যুন্জয়ের দেশে.....
আমার এই কবিতাই কি'বা আসে যায়
আত্নত্যাগের মহীমায় সূর্যের মত যারা-
আমাদের ঋণী করে নিয়েছে বিদায়,
ছুতে পারিনাতো তাদের হ্রদয়ের গভীরতা.....
আসো দু'হাত বাড়িয়ে দিই
আমাদের স্বপ্ন জন্মের আস্তানায়;
যে দেশের মায়ায় চলে গেলো অকাতরে লক্ষ কোটি প্রাণ,
আসো প্রার্থণায় নত হই-
শুদ্ধ হই আমাদের বিশ্বাসে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।