আমাদের কথা খুঁজে নিন

   

এখন, কেমন আছে শাশ্বত সত্য?

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

মনে আছে শাশ্বত'র কথা? যদিও এই ব্লগের অনেকেরই ভোলার কথা না। তবুও হয়ত মনের ভুলে আমরা সবাই কখনও কখনও ভুলে গিয়েছি। কিন্তু শাশ্বত কি কখনও তার ব্যথা ভুলে থাকতে পেরেছে একটি মুহুর্তের জন্য? নিশ্চই না। ওর দেহের ভিতরের ঘুনপোকা গুলো কেটে যাচ্ছে ক্রমেই।

জানতাম না শাশ্বত রাজশাহীতেই ছিল। সুজনের একটা পোষ্টে কমেন্ট করা মাত্রই সুজনের ফিরতি ফোনে জানলাম শাশ্বত রাজশাহীতে অর্থাৎ তার বাবার কর্মস্থল গোপালপুরে নয়। তাই খুব টাইট সিডিউল থাকা সত্বেও শাশ্বত'র সাথে দেখা করার জন্য একটু সময় বের করে নিলাম। শাশ্বত'রা এখন অন্য বাসায় শিফট হয়েছে। ঠিকানা মত স্ত্রী-সন্তানকে নিয়ে হাজির হলাম সেখানে।

দেখলাম ও বিছানায় বসে আছে পা ঝুলিয়ে। সুন্দর চেহারার শাশ্বতকে এক পলক দেখলে কিছুই বোঝা যায় না। কিন্তু তার ভিতরে যে ঘুনপোকা হাড়-মাংশ সব কুট কুট কেটে চলছে সমান তালে তা বোঝা যায় না। সে বেশীক্ষণ একভাবে বসে থাকতে পারছে না। তাই আমার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে এদিক ওদিক কাত হচ্ছে।

বেশ অনেকক্ষণ কথা বললাম, তার মা এবং বোনের সাথে। অনেক কথা আর অনেক দুঃখ ভরা তাদের জীবন। অন্যান্য ঔষধ চলার সাথে সাথে প্রতিদিন শাশ্বত নিজে তার দেহে ইনজেকশন পুশ করছে। ইনজেকশনটির এম্পলের দাম ১২৪৬০ টাকা। যে এম্পলটি প্রায় একমাস চলে।

প্রতিদিনের ইনজেকশনের সুঁচের ফোঁড়ানো ব্যাথাও শাশ্বত'র ভিতরের ঘুনপোকার ডাক থামাতে পারে না। আমি মানসিক ভাবে খুব শক্ত বলেই হয়ত সব কিছু শুনে, চোখে দেখে বসে ছিলাম। কিন্তু ওখান থেকে চলে আসার পর আমার স্ত্রী মানসিক ভাবে বেশী ভেঙ্গে পড়েছিলেন। শাশ্বত'র ইচ্ছা করে সামহোয়ান ইন ব্লগে লেখালিখি করতে। তার নামে একটা ব্লগ খুলে দেবার জন্য আমাকে সে অনুরোধ করে।

হয়ত তার নামে একটা ব্লগ খুলে দেয়া যাবে কিন্তু আগেই যেন কারা শাশ্বত'র নামে একটা ব্লগ খুলে রেখেছিল যদিও তার মালিক সে নিজে নয়। সে সময় আমাদের অনুরোধে কর্তৃপক্ষ সেটা সম্ভবতঃ হল্ট করে দেয়। গত ১৫ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর গ্যালারিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে শুরু করেছি তিনদিনের চলচ্চিত্র প্রদর্শনী। প্রথম দিন ২টি ও ১৬ ডিসেম্বর ৪টি এবং ১৭ ডিসেম্বর আরো দুটি। এবং সুজনের কাছ থেকে শুনেছি, "প্রতিটি চলচ্চিত্রে এত দর্শক সমাগম হয়েছে যে, স্থান সংকুলানের অভাবে অনেককে টিকিট দেয়া সম্ভব হয়নি।

" শাশ্বত'র পরবর্তী চিকিৎসার জন্য দরকার আরো প্রায় ২০ লাখ টাকা। তাই জানুয়ারিতে বড় তারকাদের আয়োজনে বড় একটি কনসার্টের প্রম্তুতি চলছে। এই কনসার্টটি আগেই হওয়ার কথা ছিল। কিন্তু কিছু কারণ বশতঃ সেটা আর হয়ে উঠেনি। সেইসঙ্গে দরকার আরো সহায়তা।

আমরা আবারো চেয়ে আছি আপনাদের দিকে। তাই এখনো সচল আছে শাশ্বতকে সহায়তা করার দুটো ব্যাংক হিসাব। আমরা বিশ্বাস করি, আমরা আমাদের শপথ রক্ষা করতে সক্ষম হবো সবার সহযোগিতায়, যে কোন মূল্যে বাঁচাবোই শাশ্বত সত্যকে। সহায়তা পাঠনোর ঠিকানা: ১. শাশ্বত চিকিৎসা সহায়তা অ্যাকাউন্ট নম্বর: ৩৪২৬০৪৯৮, অগ্রণী ব্যাংক লিমিটেড, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, রাজশাহী। ২. Saswota Chikitsa_Sohayota' AC no: 135-101-33705, Swift Code: DBBL BD DH 100, Dutch-Bangla Bank Limited. [চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট এবং আর্থিক সহায়তা বিষয়ক কিছু অংশ সুজনের পোষ্ট থেকে এখানে কপি করে দেয়া হলো]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।