আমাদের কথা খুঁজে নিন

   

পান্থ-প্রিয়'র দিন রজনী

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

পান্থ-প্রিয়'র দিন রজনী কালের পাখির ডানা ওড়ে জীবন কাটে ভাবের ঘোরে ভরবে বলে বাহুর ডোরে অনন্ত কাল চলতে থাকে পান্থ-প্রিয়'র দিন রজনী সন্ধ্যা শেষে রাত্রি আসে হৃদয় কোনে স্মৃতি ভাসে চুপ হলে প্রতি নিশ্বাসে বিমুগ্ধতায় কানে বাজে কারো পায়ের পদধ্বনি হৃদাঙ্গনের গলি হয়ে খুশবো কারো রয়ে রয়ে উদাস বায়ে যায়যে বয়ে নাসারন্ধ্রে বইছে যেনো অনুরাগের ফল্গুধারা স্বপ্ন জগৎ ভরলো গানে আশা ভালোবাসার তানে জোয়ার তোলে নীরব প্রাণে চাওয়া পাওয়ার তেপান্তরে পাগল এ মন আত্মহারা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।