আমাদের কথা খুঁজে নিন

   

দিনলিপি-৫

............................................

গত কয়েকদিন ধরে একটা গান গাওয়ার চেষ্টা করছি। গানের সুর সহজই কিন্তু সমস্যা হচ্ছে আমি হাসিটা ঠিকমত দিতে পারছি না। এইটার জন্য মন মেজাজ মোটামুটি খারাপ হচ্ছে। গানটা পোস্ট করার ইচ্ছা ছিল কিন্তু সেটা করতে হলে গানটা আপলোড করতে হবে। কিন্তু এখন জিপির পি৬ ব্যবহার করছি।

এই প্যাকেজটা এতটাই ফালতু এতটাই ফালতু() যে চিন্তা করার বাইরে। কি আর করা এভাবেই চলতে হচ্ছে রকস্ট্রাটার একটা গান আছে যার লিরিক হচ্ছে এমন.... জীবনের এই পথে চলেছি আমি একা সকল বাঁধা ভেঙ্গে ছুটে চলেছি আমি জানিনা কবে আমি পাবো ঠিকানা জয়ী হবো কিনা তাও জানিনা আমিও তো তোমাদেরই একজন চেয়েছিলাম তোমাদের মাঝে থাকতে আমারও ছিল কিছু স্বপ্ন দাও নি কেন কোনো সুখ নিয়ে বাঁচতে চিৎকার আর হাহাকার চারদিকে কান্না কীভাবে এই সব হল কেউ কি জানেনা সবাইকে দেখে মনেহয় যেন অপরাধী এ জীবন কখনও চাইনি আমি....... এইটুকু লিরিকই আমি (গোজা মেরেছিলাম সামান্য).... ফেইসবুকে স্ট্যাটাস হিসেবে রাখলাম সেদিন। আশ্চর্যের ব্যাপার কেউ কেউ ভেবে বসে থাকলো আমি চরম হতাশা থেকে মাথা থেকে এই কাব্য বের করেছি কয়েকদিন ধরে আমি আমার রুম থেকেই বের হচ্ছি না বাসার মানুষের শত গালিগালাজ খাওয়া সত্ত্বেও। আমি টুকিটাকি কাজ যেমন: খাই, গোসল করি, ছাদে একটু ঘুরি তারপর আবার নিজের বিছানায় এসে গল্পের বই পড়ি। কিন্তু আশ্চর্যের ব্যাপার গতকাল সকালে দেখি আমার গলায় প্রচন্ড ব্যথা করছে।

বুঝলাম না ঠান্ডা কখন লাগালাম! আমার ভাগ্নে বেশ বড় হয়ে গেছে দেখতে দেখতে। ইদানীং সে বড়দের মত ভাব করে। তাকে তার পছন্দের কোনো কাজে বাঁধা দিলে গলাটা মোটা করে কি কি যেন বলে। সে হেডফোন ছাড়া গান শোনে না। হেডফোনের তার চিবিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে।

একটা কেনার দরকার। কিন্তু কেউ বাইরে যায় না বাইরে গেলেও কেউ এনে দেয় না ক্রিকেট খেলা ছোটবেলায় দেখতাম। খুব যে আগ্রহ নিয়ে দেখতাম তা না। দেখা লাগে তাই দেখি এমনভাবে দেখতাম। যত বড় হচ্ছি এই ক্রিকেট খেলার প্রতি তত বিরক্ত হচ্ছি।

গতকালকে নিজের পছন্দের অনুষ্ঠানের কুরবানী দিয়ে দুলাভাইয়ের সাথে খেলা দেখতে বসলাম। ইন্ডিয়া আর শ্রীলংকার খেলা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না শেষ করতে। কে জিতেছিল কালকে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।