চলো হারিয়ে যাই
তুমি আমি দু,জনাই
দু,জনের আপন ঠিকানাই
নতুন আশায় বাঁধবো ঘর দু,জনাই।
দুখ-সুখ দু,জনাই করবো ভাগাভাগি
অতি আপন হয়ে থাকবো হৃদয়ের মাঝামাঝি
কখনও দু,জনে হবো অভিমানী
তাতে আরো ভালোবাসা বেড়ে যাবে যানি।
তুমি নওতো সুন্দরী
সুন্দর মনের অধিকারী
নওতো কোন রুপবতি
ক,জনের কপালে মিলে এমন ভাগ্যবতি
তোমাকে পেয়ে আমি ধন্য
ভাবিনাই কখনও ভোগের পন্য
তোমাকে আমি করি সন্মান
মা দিয়েছে তার জ্ঞান।
আসো তাই
দু,জনে হারিয়ে যাই
আপন ঠিকানাই
তুমি আমি দু,জনাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।