আমাদের কথা খুঁজে নিন

   

লিজ টেলরের Cleopatra (1963)–20th Century Fox কে প্রায় দেউলিয়া করে দেওয়া এপিক মুভি

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
মুভিটার শুরুর বাজেট ছিল ২ মিলিয়ন$...মুভিটা যখন বানানো শেষ হয় মোট খরচ হয়ে গেছে ৪৪ মিলিয়ন$ (২০০৯ এর বর্তমান টাকার অংকে এর পরিমাণ ৩০৭.৫ মিলিয়ন$)! এলিজাবেথ টেলর এবং রিচার্ড বার্টনের অভিনয়ে মিসর-রোমান সাম্রাজ্যের এই এপিক মুভি ... ৪ টা অস্কার পাওয়া এই মুভিটি পাইরেটস অব ক্যারিবিয়ান মুভির আগ পর্যন্ত সবচেয়ে ব্যায়বহুল মুভি ধরা হতো...জাকজমক সেট-কস্টিউম, অভিনেতা-অভিনেত্রীদের রেকর্ড ব্রেকিং পারশ্রমিক আর সাথে নানা ঘটনা-দুর্ঘটনার কারণে এই ছবির বাজেট বেড়ে যায়...মুভিটার বিস্তারিত আছে উইকির এই লিংকে । অনলাইনে এই মুভিটি বেশ দুষ্প্রাপ্য...অনেকদিন ধরেই খোজে ছিলাম..পেয়েছি সম্প্রতি...নামিয়ে ডিভিডি/সিডি রাইট করে রাখুন...ভুবন মোহিনী ক্লিওপ্রেট্রার চরিত্রে লিজ টেলরের রাজসিক অভিনয় আর সাথে ঐতিহাসিক ঘটনাবলী মিলিয়ে অসাধারণ মুভি এটি...আর একটা বিষয় এতো লম্বা মুভি বোধকরি আর দেখেননি..এর মোট দৈর্ঘ্য? প্রায় সোয়া চার ঘন্টা!! ট্রেইলারঃ লিংকঃ সিডি-১ সিডি-২ ..................... আমার ব্লগে আগে প্রকাশিত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।