আমাদের কথা খুঁজে নিন

   

ড: মুহম্মদ ইউনুস; আমাদের শান্তির পায়রা

ডিয়ার মিস্টার নোবেল লয়রেট ড: মুহম্মদ ইউনুস, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে সারা দুনিয়ায় শান্তির বার্তা বয়ে বেড়াচ্ছেন। অথচ আমাদের এই অভাগা দেশটা নিয়ে মনে হয় আপনার কোন চিন্তাভাবনা নেই। রামুর বিদ্রোহে যখন সারা দেশ জ্বলছিল আপনি তখন নিয়ইয়র্ক-এর শান্ত সুন্দর পরিবেশে সবাইকে শান্তির বার্তা শোনাচ্ছিলেন। বিদ্রোহের আগুন নিভে যাবার পর আপনি পত্রিকায় দায়সারা গোসের একটা স্ট্যাটমেন্ট দিলেন। এখন গত ১৫ দিন যাবৎ শাহবাগে লাখ লাখ তরুন ছেলেমেয়ে,সাথে আবাল বৃদ্ধ বনিতা রাজাকারদের ফাসির দাবিতে আন্দোলন করছে;রাতের ঘুম হারাম করে আধাপেটে খেয়ে রাজাকারদের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে।

ছয় মাসের অন্তঃস্বত্ত্বা;৮০ বছরের বৃদ্ধ;২/৩ বছরের পিচ্চি কেউ বাদ যায় নি এই আন্দোলনে শরিক হওয়া থেকে। তখন আপনার কোন খবর নেই। আপনি শান্তির পায়রা আকাশে উড়াউড়ি করছেন। জামায়াত শিবির এখন তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে দেশ বিদেশে এই আন্দোলন সমন্ধে নানা নোংরা প্রোপাগান্ডা চালাচ্ছে, আপনি পারতেন আপনার আন্তর্জাতিক পরিচয় ব্যবহার করে ওদের এই চেষ্টা বানচাল করে দিতে। অথচ আপনি কোথায়? আমরা আমাদের দেশের রাজনীতিবিদদের কথা শুনতে শুনতে বিরক্ত।

কিন্তু একজন সম্মানিত ব্যক্তি হিসেবে দেশের ক্রান্তিকালে আপনার বক্তব্য শুনতে চাই,আপনার কাছ থেকে দিক নির্দেশনা আশা করি। মিস্টার ইউনুস, যখন দেশের জন্য কথা বলা দরকার তখন চুপ করে থাকাই যদি আপনার শান্তির মূলমন্ত্র হয়; তাহলে নিশ্চিৎ সামনে আপনি আরেকটি নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন। সরি মিস্টার নোবেল লয়রেট;একসময় আপনাকে নিয়ে আমি গর্বিত হতাম; এখন আপনাকে নিয়ে আমি লজ্জিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।