সত্য সুন্দরকে ব্রত করি জীবনে
কেজি পাশ ছেলের জন্য চাকুরী চেয়েছিলাম ,লাগবে না ।
Click This Link
১৬/১২/০৯ ইং : বেলা সাড়ে ৪টা । আয়মান : আমি কেমন বিয়ে করবো জানো ? ( দুপুরে তার সাথে বিয়ে সংক্রান্ত আলাপ হয়েছে )
আমি : কেমন ?
আয়মান : একটা হাউজ কিনব সুন্দর , অনেক বেলুন দিয়ে সাজানো থাকবে ।
আমি : আর বউ ? বউ থাকবে না ?
আয়মান : হ্যা থাকবে ।
আমি : দেখতে কেমন ? খুব সুন্দর টুকটুকে হবে , তাই না ?
আয়মান : কি জানি , ভাগ্যে যেমন আছে , তেমন হবে ভাগ্যই তো সব , তাই না আম্মু ।
( এই মানুষটা দুপুরে বললো তার খেলনা বেশী নাই , আমার নাকি আলমারীতে অনেক কিছু , শাড়ি লিপস্টিক এসব । আমি বলেছিলাম , সব ওর বউকে দিয়ে দেব । তখন বলেছে বিয়ে করবে না । আমি যখন বলেছি আমার কোন বন্ধুর মেয়েকে নিয়ে আসব বউ করে তখন বলল ,' আনলে কি হবে , আমি বাসা থেকে চলে যাব । ' পরে বলল , ' নিয়ে এসো , সে কলেজে থাকবে , আমি হাউজওয়াইফ হব , বাসাতেই থাকব।
' )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।