শঙ্খপাপ আমার
খুব একেকটা দিন বাস থেকে নেমে
কোথাও যেতে ইচ্ছে করে না;
মনে হয় যেন বসে থাকি আদুলশরীর
এই ইস্টিশন লাগোয়া নীলডুমুর গাছের অবকাশে!
মেঘের বিভ্রান্তি নিয়ে রোদগুলো নেমে আসবে
পতাকা উড্ডয়নের মতো মিহি;
মায়ের উৎকণ্ঠা নিয়ে পাশে এসে বসবে একটি
সঙকর প্রজাপতি-
সে ধানশীষের ঘুম রাখে যদি ডানায়।
ডানা তবে আমার হাত: গিটারে স্পর্শপ্রহার।
জিরাফেরা সব ফিরে যাবে। মৌলবাদী গ্রীবা নুয়ে।
বসে বসে প্রচুর সময়ে
মাটির পলি দিয়ে গড়ে দিই শহীদমিনার।
মধুমঞ্জরী বনে ডাকে একাত্তুরটি ছায়াবৃষ্টি
রক্তফুলে সাজিয়ে দিয়ে গেছে উঠোন
নয়নে তুলে রাখি ব্যর্থতার শব:
বসে বসে প্রচুর সময়ে
যাত্রার ইচ্ছে জমে যায়
তবে কী আমি মরে গিয়ে বাঙলাদেশ হয়ে গেছি
মুঠোয় কতিপয় রৌদ্র আর অন্যপাপ
১৫/১২/২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।