আমাদের কথা খুঁজে নিন

   

জয় বাংলা বাংলার জয় - সেই কালজয়ী গান

ভাল তোমায় বাসবো বলে বাড়িয়েছিলাম হাত, তোমায় ভেবে সকাল দুপুর সন্ধ্যা বিকেল রাত।

স্বাধীনতা যুদ্ধে যে গানগুলো আমাদের বীরদের সবচাইতে বেশী অনুপ্রানিত করেছিল, এই গানটি সেগুলোর মধ্যে অন্যতম....বিজয়ের এই দিনে সেইসব অকুতভয়ী যোদ্ধাদের সশ্রদ্ধ সালাম.....আজ বাংলার মাটিতে বিজয় কেতান উড়াই শুধু তোমাদের জন্যে হে বীরগণ......... জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় হবে হবে হবে হবে নিশ্চয় কোটিপ্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই তো সময় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় বাংলার প্রতিঘর ভরে দিতে চাই মোরা অন্নে আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে নেই ভয় হয় হোক রক্তের প্রচ্ছদপট তবু করি না করি না করি না ভয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় অশথের ছায়ে যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র বজ্রের হুংকারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র আর নয় তিলে তিলে বাঙালির এই পরাজয় আমি করি না করি না করি না ভয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় ভুখা আর বেকারের মিছিলটা যেন ওই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে বার বার ঘুঘু এসে খেয়ে যেতে দেবো নাকো আর ধান বাংলার দুশমন তোষামোদী-চাটুকার সাবধান সাবধান সাবধান এই দিন সৃষ্টির উল্লাসে হবে রঙিন আর মানি না মানি না কোনও সংশয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় হবে হবে হবে হবে নিশ্চয় কোটিপ্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই তো সময় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার সুরকার: আনোয়ার পারভেজ ইস্নিপসএ শুনুন: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।