সকাতরে ঐ কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা... কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা ...
প্রিয় সামহোয়্যার ইন...ব্লগকে চতুর্থ বর্ষ পূর্তির অফুরান শুভেচ্ছা। শুভ জন্মদিন। যুগ যুগ টিকে থাকুক বাংলা ব্লগ কম্যিউনিটির পথিকৃৎ "বাঁধ ভাঙার আওয়াজ" এর এই ব্লগ দুনিয়া। আরও রঙিন রঙে রাঙুক এই ব্লগ পরিমন্ডল।
এখানে ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রতিনিয়তই রচিত হচ্ছে বর্ণিল সব মুহূর্তের।
আমার গত তিন কি সাড়ে তিন বছরের ব্লগাভিজ্ঞতার ঝুড়ি থেকে এই প্রথম কিছু দুর্লভ ব্যতিক্রমী ছবি, ব্লগের জন্মদিন উপলক্ষে শেয়ার করছি।
১. রাত জাগা পাখি...
ব্লগ ভার্সন ২ রিলিজের আগের দিন মধ্যরাতের পর। বাম দিক থেকে মঈন ভাই, হাসিন ভাই, আমি, লাভলুদা। আমরা রাতে কাজ করবো শুনে মঈন ভাই আমাদের সঙ্গ দিতে থেকে যান। উপর তলায় কাজ করতে করতে এক ফাঁকে ঘুম তাড়াতে আমরা তিনজন নিচে থ্রিডি টিমের রুমে পপকর্ণের বাটি হাতে নিয়ে চলে আসি।
যদিও আমাদের কাজ ছাড়া ঘুমানোর কোন প্ল্যান ছিলো না তথাপি আরিল রাতে নিজে ড্রাইভ করে এসে আমাদের ম্যাট্রেস, ফোম, বিশাল দুই বাটি পপকর্ণ , প্রিগংলস আর ঠান্ডা স্প্রাইট, কোকাকোলা ইত্যাদি দিয়ে যায়।
এ তো গেলো একদিন, এভাবে প্রতিটি ভার্সন রিলিজের আগে এবং গুরুত্বপূর্ণ ফিচার যোগের আগে অফিসে রাত কাটানোর আরও নজির আছে। সাথে সাথে আরিল, জানার প্রত্যক্ষ সহযোগিতা আর উৎসাহ তো সবসময় আছেই। দেখুন ব্লগ ভার্সন ৩ রিলিজের স্মৃতিকথা লাভলুদার ব্লগ থেকে।
২. বর্তমানে অনলাইনে আছেন:
সম্ভবত এটাই ব্লগে সবচেয়ে বেশি মুহুর্মুহু পরিবর্তন হয় এবং রিয়েল টাইম ডাটা দিচ্ছে।
দেখে নিন আমার ক্যামেরায় ধারণকৃত বিভিন্ন সময়ের স্থির চিত্র...
ক. সেঞ্চুরি!!! ১০০ জন ব্লগার অনলাইনে... ব্যাপারটা মন্দ না। এখন পুরোপুরি ১০০ পাওয়া দুষ্কর বটে।
খ. একেবারে সমানে সমান... ১০৩ জন ব্লগার ১০৩ জন ভিজিটর। লেখক পাঠক সমানে সমান।
গ. ০ জন ব্লগার ১৭৯ জন ভিজিটর! সার্ভার আপগ্রেডেশন এর জন্য যেই দু-তিন ঘন্টা ব্লগ বন্ধ ছিলো।
অসংখ্য চোখ যেন প্রতীক্ষায় ছিলো যে ঠিক কখন ব্লগটি আবার আপ হবে। ব্লগ আপ করার পরেই দেখা গেলো ১৭৯ জন ভিজিটর!
৩. রিক্সা...
রিক্সা বাংলাদেশের লোকাল কমিউনিটির চিহ্ণ আর ঐতিহ্য। ব্লগের মূল ব্যানারে রিক্সার কল্যাণে... রিক্সা ব্লগারদের কাছে আরও বেশি অর্থবহ। এবার দেখে নিন সামহোয়্যার ইন... অফিসে রিক্সার কদর।
রিক্সা আর সাইকেল দুই বন্ধু একসাথে... ।
সাইকেলটি অবশ্য অফিসের অন্য একজন কলীগের...।
৪. ব্লগ ইমোটিকন:
বাংলা ব্লগের স্বকীয়তা আর স্বমহিমার যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ইমোটিকনগুলো। পৃথিবীর আর কোন ইমোটিকন ব্যবহার করে এত শান্তি পাই না। এই ইমোটিকনগুলোর যেন আলাদা প্রাণ আছে। এই ইমোটিকনসহ ব্লগের দৃষ্টিনন্দন অসাধারণ ব্যানার গুলোর জন্য এর ক্রিয়েটর রাশীদ ভাইকে অভিনন্দন আর ধন্যবাদ।
শুরুর এগারো ইমোটিকন এর নামগুলোও বাহারী... অনেকসময় শুধু এই নামগুলোই কোন একটা কনটেক্সট সুন্দর ভাবে প্রকাশ করে। ব্লগের বাকি ইমোটিকনগুলোর জন্যও এরকম বাহারী নাম চাই।
- ( হাসি )
- ( ক্লোজআপহাসি )
- ( চামহাসি )
- ( ধরাখাইছে )
- ( কটমট )
- ( যাহ )
- ( আম্মাআআ )
- ( মনখারাপ )
- ( বাঁচাওওও )
- ( খাইয়ালামু )
- ( কিমজা )
অন্য সব ইমো:
৫. দারূণ সব ব্যানার:
বিভিন্ন দিবস উপলক্ষে ব্লগের ব্যানার পরিবর্তিত হয়। অসাধারণ দৃষ্টিনন্দন সব ব্যানার। এই ব্যানারগুলোর ভীড়ে আমার নিজস্ব পছন্দের কিছু ব্যানার, যা চোখে গেঁথে গিয়েছিলো।
ব্লগের প্রথম দিককার আউটলুকও আমার কাছে বেশ লাগতো। সিম্পলের মাঝে দারুণ।
২০০৭ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট(ওয়েস্ট ইন্ডিজ) উপলক্ষে ব্লগের বিশেষ ব্যানার... তখনকার পটভূমির সাথে এককথায় মানানসই। সেই বিশ্বকাপেই বাংলাদেশ ভারতকে প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দেয় । বাংলাদেশ পায় ভারতের বিপক্ষে ৫ উইকেটের এক স্মরণীয় জয় ।
ছায়াঘেরা সবুজ শ্যামল এর মাঝে পতপত করে উড়ছে লাল-সবুজ পতাকা। এমনি স্বাধীন এক পতাকা, শান্তির স্বাধীন স্বদেশের স্বপ্নই তো দেখেছিলেন আমাদের পূর্ব পুরুষেরা। ব্লগ ভার্সন ৩ রিলিজের সময় এই নতুন ব্যানারটি যুক্ত হয়।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের দ্যুতিতে আলোকিত হোক সকল প্রাণ।
বিজয় অম্লান থাকুক চিরদিন।
(চলবে... টু বি কন্টিনিউড্)
*** পরে একসময় ব্লগের পুরনো জনপ্রিয় কিছু ফিচার নিয়ে লেখার ইচ্ছা আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।