আমাদের কথা খুঁজে নিন

   

ঊল্টা-পাল্টা কথা!! আভা ভাইয়া????????

স্বপ্নগুলো সত্যির প্রত্যয়ে পথচলা ............

আভা, সালাম নিবেন!!! কেমন আছো ভাইয়া আশা করি ভালো। আভা কিন্তু তোমার নামের অর্থ। আচ্ছা আমার চিঠি তোমার চোখে পড়েছে কি না জানি না। ছোট ছোট হাতের সেই চিঠি। তুমি আমার কাছে কিসের মত, কি বলবো তোমার মত ভালো মনের মানুষের অভাব আছে।

তুমি যে কত ভালো, না খারাপ তুমি নিজেই জানো না। তোমার মত করে এত সুন্দর করে আমাকে তুই ডাকতে পারে না। তোমার তুই কথা টা আমার কাছে চমৎকার লাগে। আসলে তোমাকে সবাই ভালো জানে। আমরা সবাই খুব মিস করি তোমায়।

ভাইয়া জানো না আমার সব কথা মনে আছে যদিও আমি অতীত কে ভুলে যাই তবু তোমার কিছু কথা আমার আজ ও মনে আছে। যে দিন তুমি ২য় বারের মত স্বদেশ ছেড়ে যাও তার আগের দিন আমরা সবাই তোমার সাথে দেখা করতে যাই। তুমি বিকেলে আমার ছোট হাত দুটি ধরে বসে ছিলে। জানো ভাইয়া যে দিন আমি প্রথম মেইল আইডি খুলি সে দিন প্রথম আমি তোমার কাছে মেইল করি পরে অন্যদের কাছে করি এবং আমার inbox যে দিন তোমার মেইল পেলাম আমি আর তা পড়তে পারিনি। কারণ আমি কান্না করছিলাম আর ভাইয়া আমাকে মেইল টা পড়ে শুনাচ্ছিলো।

তোমার মেইল পেয়ে আনন্দে কান্না করলাম আর ভাইয়া আমাকে বলল আজ তুই ভাইয়ার জন্য কান্না করছিস তার মেইল পাওয়ার আনন্দে। ১ দিন তুই আমার মেইল পেলে এভাবে কান্না করবি। আমার কান্না দেখে যে আমার ভাইয়ের খারাপ লেগেছে এটা আমি বুঝতে পেরেছে। জানো ভাইয়া আমরা যে কোন মজা বা কিছু করার আগে তোমাকে মনে করি। আর তুমি অনেক পচাঁ,আমি বুঝি না তুমি ফোন কয়েক মাস পর ১বার কর ভালো কথা কিন্তু আমাকে কেনো মেইল করো না।

আচ্ছা ভাইয়া তোমার কি লিখতে খুব কষ্ট হয়????? এই প্রশ্ন টা সে দিন করতে তুমি আমাকে বললে আমি অনেক কথা শিখেছি ,বড় হয়ে গেছি। আচ্ছা ভাইয়া তুমি কবে আসবা? জানি অনেক দেরী হবে আসতে। তোমাকে ভাইয়া ১টা কথা বলা হয়নি তোমাকে নিয়ে আমাদের ২ ভাই-বোনের মধ্যে বহুত ঝগড়া হয় কারণ আমি তোমাকে তুমি আর ভাইয়া তোমাকে আপনি করে বলে। তাই ঠিক করেছি যাহ তোমাকে আপনি করে বলবো। অবশ্য আমি সবাই কে আপনি করে বলি তুমি কেন আপনির লিস্ট থেকে বাদ যাবা।

আচ্ছা ভাইয়া আমি তোমাকে যে কবিতা লিখেছিলাম পড়েছো আমি জানি আপনাকে আমি কষ্ট দিয়ে ফেলেছি। আসলে ওই কবিতা টা লেখা উচিত হয়নি। কবিতা টা কি লেখেছিলাম আমার তেমন মনে নেই। তবে কেন যেন মনে হয় কবিতাটা লিখে ছিলাম এমন;- দূরে দূরে দূরে সাত সাগর তের নদী পাড়ি দিয়ে আছো তুমি স্বদেশ থেকে বহু দূরে মাকে মাতৃভূমিকে আর পরিজন ছেড়ে হাজার মাইল দূরে। প্রতিটি দিন পার হচ্ছে ঘড়ির বহমান সময়ে ঠিক ২৪ঘন্টা পর পরেই।

আছো তুমি দূরে তোমার মন পড়ে আছে স্বদেশের মাটিতে আর দেহ পড়ে আছে অন্যতেপান্তরে। ........................ ................. ..................... আর কি জানি লিখে ছিলাম হুম মনে পড়ছে না। যাই হোক ১টা বিশাল কবিতা লিখেছিলাম মনে আছে। কত গুলো বানান ভুল হয়েছিলো আল্লাহ জানে। যাই হোক ভাইয়া ভালো থাকুন।

আর কাগজ পত্র রেডি করে দ্রুত চলে আসুন। কবে যে আপনার বিবাহ হবে কবে যে দাওয়াত খাবো অপেক্ষায় আছি ভাইয়া। আল্লাহ হাফেজ আপনার ছোট বোন " কিরে কেমন আছিস তুই"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।