আমাদের কথা খুঁজে নিন

   

ড্রাগ ধ্বংসের আরেক নাম

SHADOW OF LOVE

যদি বলা হয় ড্রাগ কি ? তবে বলা যায়,কিছু মানুষের জন্য আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার বীজ, আর কাপুরুষের জন্য মুক্তি কিন্তু মানুষের জন্য তা অভিশাপ। যার মুক্তি সত্যই দুর্লভ। আমরা বাঙালী। উন্নত জাতি না হলেও আমাদের সামনে সম্ভাবনাময় ভবিষ্যৎ। আমাদের আছে সম্পদ,আছে জনশক্তি।

অথচ সবই এখন ধ্বংসের মুখে। এইসবের কান্ডারী যারা আগামি প্রজন্নকে উজ্জ্বল আলোর পথ দেখাবে তারা নিজেদেরকে ভাসিয়ে দিচ্ছে ড্রাগ নামক অন্ধকার সাগরে। এর জন্য দায়ী কে? সেই অন্ধ পথের যাএী? নাকি আমাদের নোংরা সমাজের লেফাফা দুরস্ত গণ্যমান্য কিছু স্বাথ্র্পর ব্যক্তি্? এসব মুখোশধারী মানুষ আমাদের জন্য আমাদের সমাজের জন্য ভাল কিছু ঊপহার দিতে ইতস্তত বোত করে। তবে আমাদেরও তাদের বন্ধু ছারা শএু নই। কেন আমারা কি পারি না সেইসব মুখোশধারী পশ্ওদের মুখোশ খুলে দিতে যারা ড্রাগের কালো ছোয়ায় আমাদের উজ্জল ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিচ্ছে?আর নাই পারলাম পিপড়া হয়ে সিংহের কান ধরতে, নিজেরা তো নিজেদের বাচাতে পারি ।

কাপুরুষের মত নিজেদের ব্যর্থতার গ্লানি ড্রাগের হাতে তুলে না দিয়ে আমরা কি পারিনা। সব কিছুকে পেছনে ফেলে আবার নতুন করে আরো সুন্দর করে জিবনে সাজাতে,নিজের জন্য না হলেও অন্তত সমাজের বণচিত মানুযের জন্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।