আমাদের কথা খুঁজে নিন

   

পৌষ তোদের ডাক দিয়েছে ... ....

আমার এই পথ চাওয়াতেই আনন্দ........

"পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায় । । হাওয়ার নেশায় উঠল মেতে দিগবধুরা ধানের ক্ষেতে-- রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে, মরি হায় হায় হায়। ।

মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল। ঘরেতে আজ কে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠল জেগে ধানের শিষে শিশির লেগে-- ধরার খুশি ধরে না গো, ওই-যে উথলে, মরি হায় হায় হায়। । " -- শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর গানের লিংক: Click This Link আজ ১৪১৬ বঙ্গাব্দের ১ লা পৌষ।

বাংলা পঞ্জিকা মতে শীতের শুরু। সবাইকে কন কনে শুভেচ্ছা জানাই। শীত মোবারক। আসেন সবাই মিলা কাঁপতে কাঁপতে শীতের ফটু দেখি-- এবং আসুন শীতার্ত মানুষের পাশে দাড়াই যে যেভাবে পারি। শীত উপলক্ষ্যে আরেকটা গান (ফাউ) - Click This Link



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।