আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।
এই ছবিগুলো তামিলনাড়ুর বিখ্যাত পর্যটন কেন্দ্র কুন্নরের কাছে ডলফিন নোজ বলে একটা ভিউ পয়েন্টে তুলেছিলাম ৷ এককালে জঙ্গল থাকলেও এখন মানুষ লোভের জন্য বা বাঁচার তাগিদে জঙ্গল কেটে চা চাষ শুরু করেছে ৷ বনের প্যান্থার চিতারা কোথায় গেলো জানিনা ৷ তবে বনের বাঁদররা পর্যটকদের খাবার "শিকার" করে আজকাল ৷ যতই হিংস্র হোক মাতৃস্নেহ হয়ত তাদেরও আছে ৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।