ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ
কিছু কথা, কিছু ভাবনা, কিছু স্বপ্নের রহস্য, কিছু সত্য ঘটনা- প্রায়ই আমাকে ভাবনায় ফেলে দেয়। কিছু কিছু ঘটনা আমাকে যেমন উজ্জীবিত করেছে, আর কিছু মনে এমন ভাবে নাড়া দিয়েছে যে আজও মনে দাগ কেটে আছে। তেমনি একটি ঘটনা-
আজ থেকে বছর আটেক আগে আমার বাসা থেকে অনতিদূরে আমাদের সোসাইটির সভাপতির বাসায় এক মহিলা খুন হন। খুন হবার নয় দিন পর বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে দুর্গন্ধ বের হওয়াতেই ব্যাপারটা জানা জানি হয়। ফটোগ্রাফার হিসেবে আমার কিছুটা সুনাম ছিল, তাই সভাপতি আমায় ডেকে পাঠালেন ওই মৃতার ছবি তোলার জন্য।
আমি খবর পেয়েই ছুটে গেলাম। বীভৎস এক অবস্থা। আমি কখনি এমন অবস্থার মুখোমুখি হইনি। ঘর ভরতি পুলিশ আর ডিবির লোক। ওনার ফ্ল্যাটে এক মডেল ভাড়া নিয়েছিলেন, সবাই ধারণা করছে লাশটি সে মেয়ের।
মা আর মেয়ে থাকতেন। মেয়েটিকে বাথরুমে জবাই করে মারা হয়েছে, আর সে ছিল বিবস্ত্র। ঘরে আর কেও নেই। মেয়েটির মায়ের মোবাইল কল করে ও পাওয়া যাচ্ছে না। কিছু ফটো দেখে দেখে মেয়েটিকে সনাক্ত করার চেষ্টা চলছে।
আমার আর বাড়িওয়ালার ভাষ্যমতে লাশটি মডেল কন্যার। আমার চোখ পড়লো লাশের পায়ে পায়েলের ওপর, আর মডেলের সাথে আর এক মহিলা ছবির ওপর। যে মহিলা মডেলের মা বলে সনাক্ত করেন বাড়িওয়ালা তথা সোসাইটির সভাপতি। আমি জানালাম লাশটি মডেল কন্যার নয়, ওর মায়ের। কারণ লাশটি উচ্চতা ৫-২" এর বেশি হবে না আর মডেলের সাথের মহিলার উচ্চতাও একই রকম।
আর সেই পায়েল ফটোতে মহিলার পায়েও দেখা যাচ্ছে।
সেই ঘটনার কোন সমাধান হয় নি। তবে জানা যায় লাশটি মডেলের মায়ের লাশ, কিন্তু সে মহিলা তার মা নন।
এই ঘটনা সেই বাড়ির দশটি ফ্ল্যাটের এমন কি আশে পাশের সব্বাই হয়ত ভুলে গেছে। আমি'অ ভুলে গেছি।
কিন্তু প্রতি দিন একটা মুহূর্ত আমাকে সেই লাশের কথা মনে পরবেই! যখন আমি ঝর্ণার নিচে চোখ বন্ধ করে দাঁড়াই। তখনি বিনা কারণে সেই মেয়েটি বক্রাকারের দেহ আমার স্মৃতিপটে ভেসে আসবেই। আর এ্কটি বিষয় খেয়াল করেছি, চোখ খুলে গোসল করলে সে দিন আর তার কথা মনে পড়ে না।
আমি সেই কিশোর বয়স থেকে আমার কাছের মানুষ, যারা মারা গেছেন, আমি নিজে কবরে নেমে তাদের শুয়ে দিয়েছি, অনেক রাতেও অনেক কে এভাবে দাফন করতে হয়েছে। কই, তাদের কথা ত সেই সময় মনে আসে না? তবে কেন সেই মহিলাটি? বিশেষ করে মাঝ রাতে যখন আমি গরমে অতিষ্ঠ হয়ে গোসল করি, সে সময়তা ত এমন কিছু মনে করা ভয়াবহ।
আর তা চোখ বুজলেই মনের দোয়ারে একবার উকি দেবেই দেবে।
......পরবর্তী স্বপ্ন রহস্য---
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।