আমাদের কথা খুঁজে নিন

   

"You might be a victim of software counterfeiting"- এই সমস্যাটি দুর করা



উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীগণের ইন্টারনেট কানেকশন থাকলে এবং Windows Automatic Update অন করা থাকলে Windows Update Centre অনলাইন থেকে কিছু আপডেট ফাইল ডাউনলোড করে। যেহেতু বাংলাদেশের অধিকাংশ কম্পিউটার এ Windows XP এর পাইরেটেড কপি ব্যবহার করা হয়, তাই এ ক্ষেত্রে একটি নোটিফিকেশন আসে যে "You might be a victim of software counterfeiting". এছাড়াও কম্পিউটার লগঅন হওয়ার সময় একটি বক্স আসে যেটা আপডেট করতে বলে। এই সমস্যা দূর করতে হলে------ ১. কম্পিউটারটি Safe mood এ অন করুন। ২. C: (windows directory)\windows\system32\.. এই ডিরেক্টরিতে যান। ৩. ক্লিক করুন tools->folder options এরপর view ট্যাব এ ক্লিক করুন।

৪. আনচেক করুন Hide extensions for known file types. এরপর ক্লিক করুন OK. ৫. Wgatray.exe ফাইলটি খুজে বের করুন। ফাইলটি রিনেম করুন wgatray.abc। এরপর কী-বোর্ড হতে shift+delete চাপুন। ৬. একই কাজ করুন C: (windows directory)\windows\system32\dllcache\.. এই ডিরেক্টরিতে গিয়ে। ৭. ক্লিক start->run. টাইপ regedit. ৮. নিম্নোক্ত লোকেশনে ব্রাউজ করুন--- HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon\Notify ৯. “wgalogon” ফোল্ডার টি ডিলেট করুন।

১০. পিসি রিবুট করুন। আসা করি নোটিফিকেশনটি আর আসবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।