উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীগণের ইন্টারনেট কানেকশন থাকলে এবং Windows Automatic Update অন করা থাকলে Windows Update Centre অনলাইন থেকে কিছু আপডেট ফাইল ডাউনলোড করে। যেহেতু বাংলাদেশের অধিকাংশ কম্পিউটার এ Windows XP এর পাইরেটেড কপি ব্যবহার করা হয়, তাই এ ক্ষেত্রে একটি নোটিফিকেশন আসে যে "You might be a victim of software counterfeiting". এছাড়াও কম্পিউটার লগঅন হওয়ার সময় একটি বক্স আসে যেটা আপডেট করতে বলে।
এই সমস্যা দূর করতে হলে------
১. কম্পিউটারটি Safe mood এ অন করুন।
২. C: (windows directory)\windows\system32\.. এই ডিরেক্টরিতে যান।
৩. ক্লিক করুন tools->folder options এরপর view ট্যাব এ ক্লিক করুন।
৪. আনচেক করুন Hide extensions for known file types. এরপর ক্লিক করুন OK.
৫. Wgatray.exe ফাইলটি খুজে বের করুন। ফাইলটি রিনেম করুন wgatray.abc। এরপর কী-বোর্ড হতে shift+delete চাপুন।
৬. একই কাজ করুন C: (windows directory)\windows\system32\dllcache\.. এই ডিরেক্টরিতে গিয়ে।
৭. ক্লিক start->run. টাইপ regedit.
৮. নিম্নোক্ত লোকেশনে ব্রাউজ করুন---
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon\Notify
৯. “wgalogon” ফোল্ডার টি ডিলেট করুন।
১০. পিসি রিবুট করুন।
আসা করি নোটিফিকেশনটি আর আসবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।