আমাদের কথা খুঁজে নিন

   

তবে আমায় দাও ফাঁসি....হে ভূ-বিধাতা...

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

লাশকাটা ঘরের ঘুলঘুলিতে বাসা বেঁধেছে চড়ুই তালপাতায় ঝুলছে বাবুই পাখির বাসা ওখানে ওখানে বাতাস বয়ে যাচ্ছে ঝিরঝির গড়িয়ে গড়িয়ে চলছে মৃতপ্রায় নদী ক্ষুধাকাতর কুকুর আর কাকের দল চোখ মেলে আছে শুন্যে!! কলসী কাঁখে বাড়ি ফিরছে সদ্যযৌবনা নারী রাজপথ কাঁপাচ্ছে তিন আর চার চাকা রা!! হে বিধাতা, আজ থেকে অনেক গুলো বছর আগে কেঁপে উঠেছিলো এইসব দৃশ্যপট!! রাবণের মত এসেছিলো ওরা, লুটে নিয়েছিলো প্রাণ,নারীত্বের তাজা ঘ্রাণ!! ঘুলঘুলির চড়ুই রা উড়াল দিলো প্রাণ ভয়ে বাবুই ছিন্ন ভিন্ন হলো বুলেটে বাসা সমেত বাতাসে মিশেছিলো কান্না আর লাশের গন্ধ খরস্রোতা নদী লাল হয়ে ছিলো অনেক গুলো ছিন্নমুন্ডু পেয়েছিলো জেলে রা। কাক দের কোন খাবারের অভাব ছিলো না ছিলো না কুকুরের দলের ও!! সদ্যযৌবনা মেয়ে টি সেদিনও বাড়ি ফিরেছিলো পেছনে রেখে এসেছিলো কলসী আর লাজ!! তোমার রাজপথে সেদিন কোন চাকা ছিলো না দানব আর দানবীয় যন্ত্রের চাকায় পিষ্ট লাশ ছিলো!! গোবিন্দচন্দ্র,মুনীরচৌধুরী,শহিদুল্লাহ কায়সার,সাবের.... আরো কত নাম!! হারিয়ে গেলো কতজন জহির রায়হান!!! বিধাতা,সেদিন রাবণ এসেছিলো,অসুর এসেছিলো,বিহারী এসেছিলো সাথে ছিলো তোমার আমার চেনা জারজেরা.... আমি তোমার কাছে তাদের ফাঁসি দাবী করছি... হে ভূ-বিধাতা... যদি না পারো....তবে দাও আমায় ফাঁসি একমুঠো মুক্ত হাওয়ার জন্য আমি মরতে রাজি আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।