আমাদের কথা খুঁজে নিন

   

কৈতক (কিঞ্চিত ১৮+)

স্বপ্নেরা থাকুক স্বপ্নের মাঝেই
. . . . . . মোবাইলের যুগে কেউ বিটিসিএল এর ল্যান্ড ফুন নিতে চায় না । এই জন্যে সরকার নানা রকম ব্যবস্থা নিতাছে । যেমন বিনামূল্যে সংযোগ প্রদান, গ্রাম মফস্বলে সংযোগের ব্যবস্থা ইত্যাদি । কিন্তুক মনে হয় তেমন কাজ হইতাসে না । এইডা নিয়া এট্টা কৈতক মনে হইতাসে ।

গ্রামে সংযোগ দেওনের জইন্য একদা বহু টানাটানি কইরা তার পৌছানো হইল । কিন্তুক সংযোগ প্রদানের জইন্য তো খাম্বা গাড়ন লাগে । মাগার লোকবল কম । কি আর করা গেরামের মাতব্বর সাহেব অনেক চিন্তা ভাবনা কইরা টেলিফোন অপিসের লোকজনদের গেরামের কিছু পোলাপাইন যোগাড় কইরা দিলেন । অতঃপর বিশেষ সুবিধার জইন্যে পোলাপাইন দিগকে দুই ভাগে ভাগ কইরা দিলেন ।

এবং বইল্যা দিলেন দিনের শেষে যেই দল বেশী খাম্বা গাড়িতে পারে তাদের পুরষ্কৃত করা হইবেক । সুতরাং গেরামের পুলাপাইন বহুত আগ্রহের সাথে মাটিতে খাম্বা গাড়িতে শুরু কইরা দিল । দিনের শেষে মাতব্বর দুই দলকে ডাইক্যা জানতে চাইলেন কোন দল কয়টা খাম্বা গাড়িয়াছে । দেখা গেল প্রথম দল ১৭টা খাম্বা গাড়িয়াছে আর দ্বিতীয় দল মাত্র ৩টা খাম্বা গাড়িয়াছে । মাতব্বর মারাত্মক গোস্বা হইয়া দ্বিতীয় দলের কাছে জানতে চাইলেন কি কারনে তারা এত কম খাম্বা গাড়িল ।

দ্বিতীয় দলের নেতা বল্ল মাতব্বর সাব আন্নে আগে দেহেন ওই দলের খাম্বা গুলা মাটির উপ্রে কতডা বাইর হইয়া আছে হের পরে কতা কন । আর এট্টা কৈতক কই । এক বন্ধু আর এক বন্ধুরে কইতাসে : 'দুস্ত, বড়ই কষ্টে আছিরে, দাঁতে খুব ব্যাথা কিছু খাইতে পারি না, কতা কইতেও সমস্যা হইতাসে, কি করি বল্তো' । দুস্ত একখান ক্লোজ আপ মার্কা হাসি দিয়া কইল : 'এইডা কুন সমস্যাই না দুস্ত! শুন, আমারও কয়েকদিন আগে হইছিল দাঁতে ব্যাথা । বাড়িতে গিয়া বৌরে কয়ডা চুমু দিতেই ব্যাথা ফ্যাথা সব শ্যাষ ।

তুই ও টেরাই কইরা দ্যাখ না'। : দুস্ত, তুই কইতাছোস্ । : হ দুস্ত, কইতাছি । তুই একবার টেরাই কইরা দ্যাখ । ব্যাথা কইম্যা যাইব ।

: ঠিক আছে ফোন কর তোর বৌরে, আমি অক্ষনি যাইতাছি এট্টা চ্রম ১৮+ কৈতক এর লিঙ্কু দিলাম
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।