আমাদের কথা খুঁজে নিন

   

কার নেট স্পীড কত?

ভালোবাসুন চারপাশের মানুষকে.. আর বর্জন করুন সমস্ত খারাপকে ...

আমরা যারা ঢাকা-তে থাকি, তারা সবাই কমবেশি আমাদের নেট স্পীড নিয়ে খুব একটা সন্তুষ্ট নই। তাই অনেক সময় দেখা যায়, আমরা বন্ধুরা একে অন্যকে জিজ্ঞাসা করছি-- "তোর নেট স্পীড কত? মাসে কত টাকা দিস? আনলিমিটেড নাকি লিমিটেশন আছে?" এই তথ্যগুলো সামু-তে আমরা সবাই সবার সাথে শেয়ার করি যেন সবার একটা সম্যক ধারণা হয় কোন লোকেশন-এ কেমন স্পীড পাওয়া যায়+খরচ কেমন ইত্যাদি। আমি আমার নেট স্পীড-এর একটা স্ক্রীনশট দিয়ে দিলাম। আমি বারিধারা তে আছি। Maisha Technologies Ltd এর লাইন [২৫৬ kbps (কিলোবিট/সেকেন্ড)] ব্যবহার করি। মাসিক খরচ ৯০০ টাকা। আপনারা আপনাদের-টা শেয়ার করুন। তাতে করে সবাই একটা ধারণা পাবে কোন লোকেশন-এ কেমন স্পীড পাওয়া যায়+খরচ কেমন ইত্যাদি। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।