আমাদের কথা খুঁজে নিন

   

বৈধ নারীর মতো



বৈধ নারীর মতো আর কোন নদী নেই নদী নিরবধি নেই স্রোত ধ“রুপদী নেই তর-তরু-বোধি নেই বৈধ নারীর মতো আর কোনো খেয়া নেই খেয়া ভরা কেয়া নেই মেঘমতি দেয়া নেই তরুলতা নেয়া নেই বৈধ নারীর মতো নেই কোনো প্রকৃতি নিশ্চিত প্রতীতি চিত্রল প্রমিতি প্রদ্যোৎ প্রনীতি নিষণœ পাখির নীড়ে ২১ মতিউর রহমান মল্লিক বৈধ নারীর মতো আর কোনো দেশ নেই শোভিত স্বদেশ নেই সুরভী অশেষ নেই নীল পরিবেশ নেই বৈধ নারীর মতো আর কোনো পাখি নেই শত ডাকাডাকি নেই চারু আঁকাআঁকি নেই তৃষ্ণা ও সাকী নেই বৈধ নারীর মতো আর কোনো ফুল নেই মধুময় ভুল নেই অমোঘ দু-কূল নেই শিকড় ও মূল নেই বৈধ নারীর মতো আর কোনো নারী নেই সুরসুঞ্চারী নেই গান-জারী-সারী নেই মধু মহামারী নেই বৈধ নারী-ই চির শিল্পকলা কবিতার মতো মীড়; নীড় চঞ্চলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।