আমাদের কথা খুঁজে নিন

   

ডিডো'র অভিশাপ অথবা নিয়তির খেলা...ভালোই হইছে, বাংলাদেশ হারছে...


হোসে মরিনহো, ফাবিও কাপেলো, স্যার আলেক্স ফার্গুসন, আর্সেন ওয়েঙ্গার, রাফা বেনিতেজ, কার্লোস আনচেলোতি...এদের নাম ফুটবলপ্রেমী সবাই জানি... আপনাদের কি মনে হয় এদেরকে এইদেশের জাতীয় দলের কোচ হিসেবে নিয়ে আসলে দেশের ফুটবলের উন্নতি হবে ??? সোজা উত্তর হবে না...কারণ এই দেশে কোচের চেয়ে পোদ্দারী ফলানো লোকের সংখ্যা বেশি... BFF এর এক এক জন কর্মকর্তা হচ্ছে সবজান্তা...যার কারণে মনে হয় ডিডো'ই দুনিয়াতে একমাত্র কোচ, যার পরীক্ষা হবার আগেই চাকরি চলে যায়... যার জন্য খেলোয়াড'গুলাও কোচের কথা মানতে চায় না.. সিনিয়র দের দেখে দেখে তখন জুনিয়র খেলোয়াডগুলা এইসব শিখে... ডিডো'র অধীনে খারাপ খেলে বিদায় নিলে তখন তাকে বরখাস্ত করলে সেটা খারাপ কিছু ছিলো না...কিন্তু দল নির্বাচন নিয়ে প্রবলেমের কারণে কাওকে বাদ দিলে সেই দলের/দেশের এমন অবস্থাই হওয়া উচিত... সামির শাকির-কোটান কাওকেই আমরা মূল্যায়ন করতে পারিনা...কারণ আমাদের দেশের জ্ঞানীগুণী কর্মকর্তা, যারে তিল তিল করে দেশের ফুটবলকে শেষ করে দিচ্ছে...এক সালাউদ্দিন কিছুই করতে পারবে না... ইংল্যান্ড, ইতালী, স্পেন, ব্রাজিলের কোচ বেকহ্যাম, ডেল পিয়েরোর, রাউল, রোনাল্ডো/রোনালদিনহো'র মতো খেলোয়াডকে বাদ দিলেও কারো বাপের সাধ্য নাই তাদের কিছু বলার... স্যার আলেক্স মেজাজ খারাপ করে গিগস/রোনাল্ডো'র মতো প্লেয়ারকে গালি মারলেও তাকে কিছু বলার সাহস কারো নাই... টিম সিলেকশন নিয়ে কোচ হচ্ছে সবার বাপ, যতক্ষন সে কোচ হিসেবে আছে, এইটাই নীতি... ফলাফলঃ তারা আগরতলা, আমরা চটির তলা...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।