আমাদের কথা খুঁজে নিন

   

এ এমন এক মাঝরাত- এখন কী করা যায় (১)



আর একটা দিন পার করে দিলাম এমনি এমনি। আর একটা রাত আমাদের কাত করে দিয়ে হেলে পড়ছে ভোরের দিকে। গতদিনে কী করা হলো আর কী করারই বা কথা ছিল তা ভাবার আগেই আমাদের অনেকেই ঢলে পড়েছে অনাহুত ঘুমে। আর আমরাও অপেক্ষায় আছি সে পথে পা বাড়াবো বলে। ঘুম সে ত এক নিরাপদ পথ যে পথে আমরা নেমে পড়তে যাই রোজ রোজ আর একবার জাগরণের কালে নিজেকে দেখতে চাই বলে। এখন পর্যন্ত আমি ঘুমোইনি। আর ঘুমোতে যাবোও না ঘুম না আসার আগ পর্যন্ত। আপনি কী করছেন আর কেনই বা এই জাগরণের কাল দীর্ঘায়িত করছেন। প্রশ্ন করছিনা তারপরও যদি বলেন তবে না শুনে কী আর পারি--------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।