আমাদের কথা খুঁজে নিন

   

২ যুগ পর একটি স্বপ্নময় জন্মদিনের প্রত্যাশায়.......!

যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!

একটি স্বপ্নের কথা বলি। আজ থেকে ২ যুগ বা ২৪ বছর পর হয়ত এটা সত্যি হতে পারে। অন্তত আমি আশা করবো, এই স্বপ্নটি যেন সত্যি হয়। ২৪ বছর এ ঢাকা শহরের অবস্থা কি হবে জানি না। রাস্তা-ঘাট বা যানবাহনই বা কিরকম হবে সেটাও খুব একটা আন্দাজ করা যায় না।

তবে ধরে নি কোন এক আধুনিক পাবলিক যানে ২৪ বছর বয়সি একটি তারুন্য দীপ্ত ফুটফুটে মেয়ে সন্ধ্যার আগেই খুব দ্রুততার সাথে বাসায় ফিরার চেষ্ট করছে। তখরকার প্রেক্ষাপটে তার এই বাড়ি ফেরাটা কতটুকু স্বস্তিদায়ক হবে সেটা এখন আর আমরা না ভাবি, বরং ভাবি তার মনের অবস্থা কি হবে সেটা নিয়ে। তার থাকবে প্রচন্ড তাড়া, হাতে থাকবে একটি গিফটের প‌্যাকেট আর একটি সুদৃশ্য চৌকোণা কাগজের বাক্স। সেই দ্রুত যানের সিটে হেলান দিয়ে বসে তীব্র শীতেও টিস্যূ দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছবে আর ছোট্ট করে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলবে। কারণ আজকে সে তার খুব খুব খুব প্রিয় একজনকে খুব আনন্দমুখর দিনে একটি বড় রকমের সারপ্রাইজ দিবে।

সারপ্রাইজটা কিভাবে দিবে, তার সেই প্রিয় মানুষটি কতটুকু হতচকিয়ে যাবে, আশে পাশের লোকজন এটা নিয়ে কিভাবে হাসাহাসি করবে সেটা ভাবতেই তার চিকন ঠোঁটের কোণে ছোট্ট একটি হাসি উঁকি দেয়। জানালার পাশে বসার কারণে আশে পাশের কেউই সেটা আর খেয়াল করতে পারে না। মেয়েটি মনের আনন্দেই তার বাড়ি ফেরার সময়টা পার করতে থাকে... ... ... আমি জানি না ভবিষ্যতে আসলেই এরকম কিছু ঘটবে কিনা, বা হলে সেটা কিভাবে হবে, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি যে ব্যক্তিটিকে আগামী ২ যুগ পর এরকম সারপ্রাইজ দেওয়া হবে, সে লোকটি সেদিন তার চোখের জল খুব বেশী সময় আটকে রাখতে পারবে না। যদি ততদিন পর্যন্ত বেঁচে থাকি, তাহলে সে দৃশ্য দেখার অথবা নিদেন পক্ষে ঐ লোকটির কাছ থেকে ঘটনাটা শুনার অপেক্ষায় রইলাম। আজকে আমার খুব প্রিয় একজন মানুষ এবং বন্ধু এবং ব্লগার ছায়ার আলো উরফে ছালুর জন্মদিন।

আর স্বপ্নের সেই মেয়েটি হচ্ছে মাত্র কিছুদিন আগে পৃথিবীর মুখে হাসি ফুটানো ছালুর মিষ্টি মেয়েটি, আমাদের ভাতিজী! শুভ জন্মদিন ছালু! বিশেষ ধন্যবাদ: প্রতু দা! ছালুর জন্মদিনের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।