আমাদের কথা খুঁজে নিন

   

দেন নেতা ক্ষমতাটা দেন/বিলাল

কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©

বহু বছর ধরে আমি তৈল মাজিতেছি নেতাদের পায়ে, যেখানেই পাইয়াছি সেখানেই তোষামুদি করিয়াছি দিবা,নিশী অন্ধকারে। অনেক তৈল মেজেছি আমি, বিবিধ ক্ষমতার অন্ধকার জগতে যেখানেই চামচামি,সেখানেই ছিলাম আমি,আরো ভিতরে, শাড়ির আঁচলে। আমি তৈলাক্ত প্রাণ এক,আর চারিদিকে দেখি শুধু চামচামির লেন দেন আমারে শান্তি দেন নেতা, দেন একবার ক্ষমতাটা দেন। নেতা তার কবেকার বলিয়াছিল হারাবি না আশা, মুখ তার সঙয়ের কারুকার্য,অনেক চিন্তা সমূদ্রের পর তাড়ি ,ভাং,গান্জা খেয়ে আমার হইয়াছে নিশা, সবুজ ঘাসের পর নেতা যখন হেঁটে যায় সংসদের ভিতর, নেতার পায়ে সুযোগে তৈল মাঝি অন্ধকারে, নেতা বলে, ওরে চামচা "এতোদিন কোথায় ছিলেন?" আমারে শান্তি দেন নেতা,দেন একবার ক্ষমতাটা দেন। সব আশার পতনের পর, গান্জার ভিতর আমার সন্ধ্যা আসে,তাড়ির গন্ধ মুছে ফেলি আমি, অন্ধকারে নেশার ঘোরে বিভোর হয়ে আমি আবার করি আয়োজন তখন নতুন করে ক্ষমতার স্বপ্নে আবার করি ঝিলমিল সব শালারা ক্ষমতা যায়, সব শালারা নতুন রং লাগায়, শুধু আমার ফুরায় ক্ষমতা পাবার সব লেন দেন গান্জার ঘোরে অন্ধকারে বলি শুধু দেন নেতা ক্ষমতাটা দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।