সকল প্রশংসা বিশ্ব পালনকর্তা আল্লাহর জন্য সমর্পিত।
কুমিল্লা জিলা স্কুলের খুব কাছেই একটা বিশাল দীঘি, নাম ধর্মসাগর।
ত্রিপুরার রাজা ধর্মমানিক্যের আমলে খনন করা হয় এই দীঘি। সাধারণত দীঘির জল হয় স্থির, টলটলে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই বিশাল দীঘির পানিতে সব সময় এক ধরণের ঢেউ খেলে।
প্রায় পুরোটা দীঘি জুড়েই পানি বেশ গভীর। সহজে কেউ নামে না এই দীঘির পানিতে। দীঘির পাশে মিউনিসিপ্যাল কর্পোরেশনের ছোট্ট একটা পার্ক ।
ধর্মসাগর রাণীর কুঠির ঘাট:
রাণীর কুঠির(ধর্মসাগরের পিছনে অবস্থিত):
ধর্মসাগর পাড়ে অবস্থিত কুমিল্লা স্টেডিয়াম:
কুমিল্লা স্টেডিয়াম
কুমিল্লা শহরের ধর্মসাগর পাড়ের পশ্চিমে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ছোট্ট কুটিরটি রক্ষণাবেক্ষণের অভাবে অবহেলিতভাবে পড়ে রয়েছে।
তিনি সর্বপ্রথম বাংলাভাষাকে সমান মর্যাদা দানের জন্য গণপরিষদে ভাষার প্রশ্নে এক সংশোধনী প্রস্তাব পেশ করে এক সাহসী বক্তব্য রাখেন।
বাংলাদেশে মুক্তিযোদ্ধ চলাকালিন সময়ে ২৭ মার্চ রাতে পাক বাহিনী তাকে কুমিল্লার বাস ভবন থেকে ধরে নিয়ে যায় এবং পাক বাহিনীর হাতে পরের দিন নিহত হন।
মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদার দাবিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে আছে।
ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্করোড বা শেরশাহ রোড এর একাংশ:
পূর্বে এই জেলার নাম ছিলো ত্রিপুরা।
ঐতিহ্য এবং ইতিহাসে কুমিল্লা ভরপুর।
রসে ভরা রসমালাইয়েল কথা মনে পড়লে যেমন জিভে রস টইটম্বর করে তেমনি খাটি খদ্দরের পোশাকও অনেকের আরামদায়ক বস্ত্র।
রসমালাই
ঢাকার কাছেই কুমিল্লা। মাত্র ২ ঘণ্টার পথ। যে কেউ ঢাকা থেকে দিনে গিয়ে দিনেই ঘুরে আসতে পারেন কুমিল্লা থেকে।
দেখে আসতে পারেন শালবন বিহার, বৌদ্ধ স্থাপত্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি, ধর্মসাগর, কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কুমিল্লা।
ঢাকার সায়েদাবাদ থেকে তিশা, এশিয়া লাইনসহ আরও একাধিক সার্ভিস রয়েছে কুমিল্লা যাওয়ার।
ভাড়া ১১০ টাকা। লোকাল সার্ভিসে ৪০/৫০টাকাতেও যাওয়া যায়।
বিশেষ সাহায্য:কুমিল্লাওয়েব ডট কম
ফেইসবুক গ্রুপ : কুমিল্লা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।