এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
হতভম্ব হয়ে তুহিনের বাবা কিছুক্ষন দাড়িয়ে রইলেন আর চিন্তা করতে লাগলেন, এটা কি শুনলেন তিনি ? যে ছেলে সকালে ঘর থেকে বের হয়ে যায় আর রাতে ফেরে ... তার নিজের সাথেই যার ঘুম থেকে ওঠার সময় অথবা গভীর রাতে বাড়ী ফেরার পরে দেখা হয় সে এমন কাজ করবে কখন ? .... কিন্তু প্রতিবেশীর অনুরোধ বলে কথা ... কি করা উচিত তার এখন ? ....
কদিন ধরে গিন্নী বলছিল আশে পাশে যেভাবে উঁচু উঁচু বাড়ী তৈরী হচ্ছে তাতে দোতালার কাজে হাত না দিলে ক'দিন পরে দেখা যাবে আমরা খোলা বাতাস কি জিনিস তাই ভুলে যাব, সেই সাথে এখন যে কটা রুম আছে তাতে নিজেদের তো কাজ চলে কিন্তু বেশী গেষ্ট আসলে ওদের জন্য রুম শেয়ার করা লাগে ... সব মিলিয়ে দোতালায় হাত দেয়াটা এই মুহুর্তে জরুরী .... তাই তিনি সবকিছু ঠিক ঠাক করে কেবল মাত্র ঘরের সামনের খোলা যায়গাটাতে ইট বালি সিমেন্ট আর রড আনানো শুরু করেছিলেন ... দু-এক দিনের মধ্যে দোতালার কাজে হাত দিবেন ঠিক করে আজ সকালে গিয়েছিলেন নিজের পরিচিত রাজমিস্ত্রীর সাথে কথা বলতে ... সে ই এ বাড়ীর শুরু থেকে এখন পর্যন্ত সব কার করেছে ... এর পর গেলেন কারেন্টের মিস্ত্রীর কাছে ... তার সাথেও শিডিউল করে বাসায় ফিরতেই শুনলেন পাশের বাড়ীর বাড়ীওয়ালা সকাল থেকে দুবার ঘুরে গিয়েছেন ... ব্যাপারটা তাইলে গুরুতর হবে মনে হয় ... তা না হলে এত সকালে দু বার এখানে এসে খোজ নেয়া ... ঘটনা সুবিধার মনে হলো না ... গিন্নির কাছে বিস্তারিত শুনতে চাইলে তিনি বললেন -- উনাকে বেশ অস্হির দেখাচ্ছিল ... হয়ত কোন গুরুতর ব্যাপার হবে ... তুমি কি যাবে উনার ওখানে ? ... একটু চিন্তা করে তিনি বললেন -- ঠিকাছে, একটু ফ্রেস হয়ে যাচ্ছি ...
বাথরুমে ঢুকে তিনি ফ্রেস হচ্ছেন এমন সময় কলিংবেলের আওয়াজ ... ডিং ডং
(তুহিনের বাবা দরজা খুলে বললেন) >> আসসালামুআলাইকুম ভাই কেমন আছেন ?
(প্রতিবেশী) > ওয়ালাইকুম আসসালাম ... এইতো ভাই আছি কোনোরকমে ...
>> কেন , কি হয়েছে ? সকাল থেকে বেশ কয়েকবার আমাকে নাকি খুজে গিয়েছেন শুনলাম
> জ্বি ভাই, একটু চিন্তার মধ্যে আছি ... তাই আপনার কাছে এসেছিলাম
>> ঘটনা খুলে বলুন তো , আমি তো কিছুই বুঝতে পারছি না
> আপনি শুনলাম দোতালার কাজে হাত দিচ্ছেন ?
>> জ্বি, ঠিকই শুনেছেন, দেখেন না চারিদিকে এত উচু বিল্ডিং তৈরী হচ্ছে, এর মাঝে অন্তত দোতালা না তুললে তো মুক্ত বাতাস কি জিনিস তাই ভুলে যাব বলেই মনে হচ্ছে, এছাড়া কয়েকজন গেস্ট একসাথে আসলে থাকার যায়গার সমস্যা হয় ... এজন্যই শুরু করতে যাচ্ছি....
> হুমম ... ইট, বালি, সিমেন্ট, রড এনে ফেলেছেন দেখছি ...
>> জ্বি ভাই, আশা করছি দু-এক দিনের মধ্যেই কাজ শুরু করে দিতে পারবো
> আসলে ভাই সাহেব, সকাল থেকে এ জন্যই আপনার কাছে আমি বার বার আসছিলাম ... একটা অনুরোধ করতে চাই ...
>> জ্বি বলুন, কি অনুরোধ করতে চান ...
> আপনি প্লিজ দোতালার কাজে হাত দিবেন না...
>> কিন্তু কেন ?
> দেখেন আপনার আমার বড় ছেলে মেয়ে আছে, আপনি দোতালা বানালে আমার বাড়ীর বরাবর হয়ে যাবে, তারমানে আপনার ছাদ আমার ছাদের পাশাপাশি আর বরাবর হয়ে যাবে ... আর আমাদের ছেলেমেয়েরা সেই সুযোগে ফুল , চিঠি দেয়া নেয়া শুরু করে দিবে ... তখন কি হবে ভেবে দেখেছেন ? .... তাই বলছিলাম প্লিজ ভাই , আপনি দোতালা টা বানাবেন না ...
অতঃপর ......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।