আমাদের কথা খুঁজে নিন

   

আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস... দুর্নীতি ঠেকাতে প্রয়োজন কঠোরতা

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

দুর্নীতি বাংলাদেশের উন্নয়নের পথে সবচে বড় বাধা। দুর্নীতি রোধ করতে সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে এবং কঠোর হতে হবে। নইলে এ সমস্যা সমাধান সম্ভব না। কিন্তু সরকার বলতে যাদেরকে আমরা বুঝাই, মূলত তারাই দুর্নীতিগুলো করে। তবে কারা আমাদের কে দুর্নীতির কালো হাত হতে রক্ষা করবে? সরকারে সকল পর্যায়ের দুর্নীতির টাকায় মন্ত্রী পর্যন্ত ভাগ পায়।

মন্ত্রী মহোদয় যদি দুর্নীতিবাজ না হন, তবেই কেবল তিনি তাঁর মন্ত্রনালয়ের সচিবদেরকে চোখে চোখে রাখবেন যাতে তারা দুর্নীতি না করতে পারে। আবার সচিবগন যদি দুর্নীতি করতে ব্যর্থ হন তবে নিশ্চয়ই তাঁরা তাঁদের নিচের সরকারী কর্মকর্তাকে দুর্নীতির ব্যাপারে বাধ সাধবেন। এভাবে দেখা যাবে যে, কেউই আর দুর্নীতি করতে পারছেনা। তাই আমার মনে হয়, দেশের প্রত্যেকটা দুর্নীতির জন্যে সরকারে ঐ উঁচু মন্ত্রীগনই দায়ী। শাস্তি যা দেয়ার তা এদেরকে দেয়া উচিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।