আমাদের কথা খুঁজে নিন

   

আজ (৮ ডিসেম্বর) ছিল আশির দশকের কবি কিশওয়ার ইবনে দিলওয়ারের ৩য় মৃত্যুবার্ষিকী।



আশির দশকের কবি কিশওয়ার ইবনে দিলওয়ার, জন্ম: ১১ জুন ১৯৬২ইং। মৃত্যু: ০৮ ডিসেম্বর ২০০৬ ইং। জন্মগ্রহন করেন সিলেটের ভার্থখলায় । পিতা গণমানুষের কবি দিলওয়ার, মাতা মরহুমা আনিসা খাতুন। আপদমস্তক এ কবি স্থানীয় ও জাতীয় পত্রিকায় নিয়মিত লিখেছেন।

শৈশব থেকেই কবিতার সাথে নিত্য পথচলা। সত্তুর দশকের মধ্য থেকে মূলত বিকাশযাত্রা এবং আশির দশকে তার ঈর্ষণীয় পরিপূর্ণতা। আজ (৮ ডিসেম্বর) ছিল কিশওয়ারের ৩য় মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে মহান আল্লাহর কাছে এটাই প্রার্থনা তিনি যেন প্রিয় কবির আত্মাকে শান্তিতে রাখুন। কিশওয়ারের একটি কবিতা মহা প্রশান্তিতে স্বপ্নে দেখি শুয়ে আছি কাফন শয্যায় কেউ নেই , কিছু নেই এক অনন্ত নীরবতার ভেতর নিশ্চল পড়ে আছি ।

এমন মুহুর্তে এলো ঝড় কোটি কোটি জ্যোতিস্কের ঝড় আমি মিশে গেছি সেই ঝড়ে সমাহিত হয়ে গেছি মহা প্রশান্তিতে , আমাকে পারে না আর নারী, সুরা, মুদ্রা, কাম, বিবমিষা কাছে ডেকে নিতে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।