আজ খুব শীত পড়েছে। সব কিছুই ঠিক আছে তবুও কিছু ভালো লাগছে না।
আমার কি হল ঠিক বুঝতে পারছিনা। অবশ্য বুঝতে চাচ্ছিও না।
আজকাল ফেসবুকেও কিছু ভালো লাগেনা।
গান শুনতে গেলেও বোর হই। গল্পের বই ও আজকাল অত্তটা ভাল লাগেনা। একই বই বারবার পরতে কার ই বা ভাল লাগে!
সিনেমা দেখতেও আজকাল ভাল লাগেনা,মনে হয়_এর থেকে ভাল সিনেমা আমি বানাতে পারবো।
আমাদর চারিদিকেই কত ধরনের সিনেমা চলে,উপভোগ করতে হলে সে গুলা উপভোগ করি।
আজকাল চারিদিকের মানুশ গুলা অনেক বদলায়ে গেছে।
অবশ্য,এখন তো "বদলে যাও,বদলে দাও" শ্লোগানের যুগ,তাই সবাই তো বদলাবেই। আচ্ছা,আমিও কি বদলে গেছি?হয়তোবা.............
দিন এমন ই বদলাইছে যে আজকাল মেয়েদের থেকে ছেলেদের ইগো বেশি। আগে ছেলেরা মেয়েদের পিছনে ঘুরত,আজকাল দেখি মেয়েরা ছেলেদের পিছনে ঘোরে। কি দিন আইলোরে ভাই!!!
আগে দেখতাম ছেলেরা পয়সা জমায়ে মেয়েদের জন্য গিফট্ কিনত,আজকাল মেয়েরাই এই দায়িত্ব টা পালন করে। আমি বলব না,যে ছেলেদের দোষ।
মেয়েরাই দুই ধাপ এগিয়ে গেছে। আগে ছেলেরা মেয়েদের জন্য অপেক্ষা করত,আজকাল দেখি মেয়েরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকে। আগে দেখতাম ছেলেরা সুন্দর মেয়ে দেখলে দীর্ঘশ্বাস ফেলতো,আজকাল তো মেয়েরা সুন্দর ছেলে দেখলে দীর্ঘশ্বাস ফেলে হাহাকার করে।
আসোলেই দিন বদলাইছে.........আপনিও দেরী করছেন কেন?......যান,যান ভাই,আপনিও বদলায়ে যান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।