যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
খবর: নতুন শিক্ষানীতি, ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া ও যুদ্ধাপরাধীদের বিচারকে ইসলামবিরোধী মন্তব্য করে সরকারকে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে বলেছেন জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী।
সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে কেন্দ্রীয় মজলিশে শূরার পূর্ণাঙ্গ অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "প্রস্তাবিত শিক্ষানীতির লক্ষ্য ইসলামী শিক্ষা-সংস্কৃতি ও মূল্যবোধ মুছে ফেলা। সরকার সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে ১৯৭২ সালের সংবিধানে ফেরার যে উদ্যোগের কথা বলছে সেটিও দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা।
"যুদ্ধাপরাধীদের বিচারের নামে একটি মীমাংসিত বিষয়কে ইস্যু করে সরকার দেশের ইসলামী শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আমরা আশা করি, সরকার নন ইস্যুকে ইস্যু করে দেশকে সংঘাত-সংঘর্ষের পথে না নিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির চেষ্টা চালাবে। "
সতর্কতা: তবে মুমিন গণ বিভ্রান্ত হবেন না । এই ইসলাম, ধর্ম ইসলাম নয় । এই ইসলাম হলো জামাতী ইসলাম ।
আসলে রাজাকার নিজামী কইছে নতুন শিক্ষানীতি, ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া ও যুদ্ধাপরাধীদের বিচারকে জামাতী ইসলাম বিরোধী
তথ্য: বিডিনিউজ
"রাহা "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।