আমাদের কথা খুঁজে নিন

   

ভাল খবর: ঢাকা-চট্টগ্রাম ৪ লেন সড়কের জন্য ১৬৫৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন



সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ঢাকা-চট্টগ্রাম ৪ লেনবিশিষ্ট মহাসড়ক নির্মাণের দ্বিতীয় দফা কাজের জন্য এক হাজার ৬৫৫ কোটি ২৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে। মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে গতকাল এ সভা অনুষ্ঠিত হয়। গত বিএনপি জোট সরকারের সময় প্রথম কিস্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত দুই লেন থেকে ৪ লেনে উন্নীত করা হয়। দ্বিতীয় কিস্তির জন্য প্রায় ১৮শ’ কোটি টাকা বরাদ্দ রেখে যায়। গত তত্ত্বাবধায়ক সরকার দ্বিতীয় কিস্তির কাজের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে।

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে পরবর্তীতে ওই দরপত্র বাতিল করা হয়। বর্তমান সরকার গত সেপ্টেম্বর মাসে পুনরায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এতে ১৮টি প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হয়। ১ হাজার ৬৫৫ কোটি ২৫ লাখ টাকার কাজ দশটি লটে ভাগ করে তিনটি প্রতিষ্ঠানকে দেয়া হয়। প্রকল্পের প্রস্তাবনায় বলা হয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের মধ্যে ৬০ ভাগ বাণিজ্যিক ও ২৭ ভাগ যাত্রী পরিবহন।

প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে কমপক্ষে ২ ঘণ্টা সময় বাঁচবে। এ সড়ক দিয়ে প্রতি দিন ১৯ হাজার ভারী ও হালকা যানবাহন চলাচল করে এবং প্রতি বছর এই সংখ্যা ১০ ভাগ হারে বৃদ্ধি পাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দুর্ঘটনা এবং জানমালের ক্ষয়-ক্ষতিও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।