আমাদের কথা খুঁজে নিন

   

মশা সমাচার (সেমি ১৮+) !!!

সিষ্টেম ইন্জিনিয়ার ইজ নাউ রেগুলার ইন সামু ..
"প্রতি বছর পৃথিবীতে প্রায় ৭০ কোটি লোক মশা বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং প্রায় ২০-৩০ লাখ লোক মারা যায়। " মশার ভয়াবহতা বোঝাতে উপরের পরিসংখ্যানই যথেষ্ট। এই ভয়াবহতার মধ্যে কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে "মানববন্ধু মশা"। ‘শত্রু’ মশা মারতে সম্প্রতি এই মানববন্ধু মশার চাষ করছে কলকাতা পৌর করপোরেশন। মানববন্ধু এই মশার নাম ‘টাকসোই কাইটিস'’।

এই প্রজাতির মশা কোনো মানুষ বা পশুকে কামড়ায় না। এদের মূল খাদ্য অ্যানোফিলিস, কিউলেক্স ও এডিস প্রজাতির মশার লার্ভা। (এনোফিলিস মশার লার্ভা) যেসব মশা সাধারণত ম্যালেরিয়া, ডেঙ্গু ও ফাইলেরিয়ার মতো রোগ মানুষের দেহে সংক্রমিত করে, সেসব মশার শত্রু টাকসোই কাইটিস মশা। অবশ্য এই মশা আবার অন্যান্য মশার চেয়ে সাইজে একটু বড়। গায়ের রং হালকা সোনালি।

কলকাতা পৌর করপোরেশনের স্বাস্থ্য বিভাগের গবেষকেরা গত মাসে কলকাতার কুঁদঘাট অঞ্চল থেকে এই মশার লার্ভা আবিষ্কার করেন। ভারতের মধ্যে কলকাতাতেই এখন পর্যন্ত এই মশার অস্তিত্ব পাওয়া গেছে। কলকাতায় এই মশা আরও দেখতে পাওয়া গেছে পার্ক সার্কাস ও লেক গার্ডেনস এলাকায়ও। এখন পৌর করপোরেশন সিদ্ধান্ত নিয়েছে কৃত্রিম প্রজননের মাধ্যমে এই প্রজাতির মশার বংশ বাড়াতে। ইতিমধ্যে বেলেঘাটা, বউবাজার ও এন্টালিতে এই প্রজাতির মশা ছাড়া হয়েছে।

মশা বিষয়ক দুইটা জুক্স: জুক্স নং ১: (ফিমেল মশা) ইদানীংকালের একটি মশা ও মুরগী পরস্পরের প্রেমে পড়েছে. আধুনিক কালের প্রেম তো তাই তাড়াতাড়ি বিয়ে করে ফেলল. এরপর যা ঘটল তা ট্র্যাজিক....মশাটি বার্ড ফ্লু তে এবং মুরগী টি ডেঙ্গুতে মারা গেল!!!! জুক্স নং ২: (এডিস মশা) অনেক আগে এক ভয়ানক ক্রেজী মশা ছিল। সে ছিল একেবারে মডার্ণ। সে সবসময় চাইতো বনের ভেতর লিভ টুগেদার মতটাকে সুপ্রতিষ্ঠিত করতে। সেজন্য অবশ্য তার চেষ্টার কমতি ছিল। এমনকি সে নিজেও যার তার সাথে জৈবিক ক্রিয়া সম্পাদনের চেষ্টা চালাতো।

এভাবেই চলছিল সব। একবার সেই মশার নজরে পড়লো হাতি। সেই হাতির সঙ্গে মশার আবার খুব সখ্য ছিল। কিন্তু সখ্য থাকলেইতো আর সব হয় না! কাজেই হাতি মশার সঙ্গে সহবাসের প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দিল। কিন্তু মশা তবু দমে গেল না।

হাতির সঙ্গে যখনই দেখা হয় তখনই সে প্রস্তাব দেয়। একদিন কী কারনে যেন হাতির মুড খুব ভালো ছিল। সেদিন মশা প্রস্তাব করতেই হাতি রাজি হয়ে গেল। হাতি আর মশা দুজনে একটা বেল গাছের তলায় মিলিত হলো। তখনই বেল গাছ থেকে একটি পাকা বেল হাতির মাথায় পড়ল।

ব্যথায় হাতি ককিয়ে উঠে বলল- উহহহহহহহহহ ! মশা মৃদু হেসে বলল- কী ওস্তাদ? ব্যথা পাইলেন? সবাই ভালো থাকবেন। তথ্যসূত্র: ১। প্রথম আলো (Click This Link) ২। http://en.wikipedia.org/wiki ৩। জুক্সগুলা সংগ্রীহিত
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।