মসজিদ, দ্বীন, কেতাব, রুহ, শরীয়ত ইত্যাদি শব্দগুলোর সাথে আমরা কমবেশী পরিচিত। কিন্তু এগুলোর মূর্ত অবস্থান বর্তমান সময়ে আমাদের নিকট একপেশে। বিশাল জনগোষ্ঠী জ্ঞান বৃত্তিয় প্রশ্ন উত্থানপন না করে মেনে যাওয়ার দীর্ঘ সময়ের আবর্তে আজ বিনা বাধায় পাড়ি দিতে পারছে না এসব। কিন্তু এসবের নৃতাত্ত্বিক, ঐতিহাসিক গুরুত্ব আছে, আছে মানুষের ধর্ম মানার গুরুত্ব।
এ সব বিষয় কে কার্যকর করার বৌদ্ধিক ও তাত্ত্বিক প্রয়াস দেখা যায়
সদর উদ্দিন আহমদ চিশতীর লিখিত মসজিদ দর্শন বইটিতে।
কোন কপি রাইটের আওতায় এরা বিশ্বাস করেন না, তাই বর্তমান সময়ে অন্তত ২টি প্রকাশনী থেকে এসব বই পাবেন। রোদেলা ও সদর প্রকাশনী।
সদর উদ্দিন আহমদ চিশতী'র লিখিত আরো বইগুলো হলো - মাওলার অভিষেক, ইসলাম ধর্মের মতভেদের কারণ, ক্বেবলা ও সালাত, সিয়াম দর্শন, এগারো সূরা, দোয়ায়ে গজ্ঞুল আরশ, ইসলামের মৌলিক বিধান, কোরান দর্শন, কোরবানী, islam against inequity and maudoodi's corruptions, sura fateeha and pantheism.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।