আমাদের কথা খুঁজে নিন

   

এই অন্ধকার



এই অন্ধকার, বিশ্বসিত আকাশের পরপার থেকেও নামতে পারতো কিন্তু তা না নেমে এই অন্ধকার একটি কেন্দ্রীকৃত অবস্থান থেকে লোকালয়ে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে পথ ও প্রান্তরে ছড়িয়ে পড়েছে পল্বল ও পথপ্রান্তে ছড়িয়ে পড়েছে নদী, নন্দন ও নান্দনিকতায় এই অন্ধকার, এই অনির্বাচিত অন্ধকার দিনেশের পরের নিয়মিত অন্ধকারের মতোও হতে পারতো কিন্তু তা না হয়ে এই অন্ধকার অন্ধ করে দেয়া এক দৃশ্যাতীত গহবর থেকে হঠাৎ করে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে রাজ্য ও রাজধানীর ওপর ছড়িয়ে পড়েছে গঞ্জ ও গন্তব্যের ওপর ছড়িয়ে পড়েছে বরুয়া, বাজার ও বানিজ্যের ওপর বস্তুত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এখন আজীবন থাকলে এই তালাঝোলানো অন্ধকারের একটি সমুচিত বিসর্গপত্র তৈরি করতে পারতেন কিন্তু আমার জবানবন্দী শুধু এতটুকু যে এই বিগর্হ অন্ধকার বহু দূরদেশ থেকে এসে অথবা কোনো নিকটতর প্রতিবেশ থেকে এসে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার পুরোনো অন্ধকারের সঙ্গে সমা হয়ে গেছে না না না আমি এই অন্ধকার ও অনিশ্চয়তা একেবারেই বরদাশ্ত করতে পারছি না। রচনাকাল : ২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।