আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
গত দুই সপ্তাহে গুগল বেশ কয়েকটি নতুন সার্ভিস চালু করেছে, যেগুলোর খবর এখন ব্লগে প্রকাশ করিনি। তবে এই মাত্র যে খবরটি পেলাম, তা শেয়ার না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না।
আজ পর্যন্ত গুগলে কোনো শব্দ খুঁজলে গুগল যথাসম্ভব শব্দের অর্থ দেখাতো আর ফলাফলের পাতার ডান কোনায় dictionary.com এর Definition লিংক শোভা পেত। এ সার্ভিসের ফলে dictionary.com প্রচুর ট্রাফিক পেয়েছে এবং হয়তোবা প্রচুর অর্থও কামাই করেছে।
বোধ করে সেটা আর বেশিদিন দেখা যাবে না। গুগল অনেকটা চুপিসারে তাদের গুগল ডিকশনারী সার্ভিসটি চালু করল। এই মুহুর্তে ডিকশনারী সার্ভিসটি খুবই সাধারনমানের তবে বাংলাসব বেশ কয়েকটি ভাষায় শব্দ খোঁজা যায়। আর তার সাথে সাথে ওইসব শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্যগঠন, তাদের অর্থ, সমার্থক শব্দ খুঁজে পাওয়া যায়।
গুগল বরাবরই বাংলার প্রতি উদাসীন, দোষটা অবশ্যই আমাদেরই।
যাহোক, এই সার্ভিসটিতে বাংলাকে দেখতে পেয়ে খুব ভাল লেগেছে।
যদি গুগলের ডিকশনারী সার্ভিসটি Answers.com কিংবা Dictionary.com এর তুলনায় নিতান্তই শিশু, তারপরও গুগলের সার্চ সুবিধাকে ব্যবহার করে এটি প্রতিদ্বন্দ্বীদের মাথা ব্যথার কারণ হতে পারে।
-------------------------------------------------------------
পোষ্টটির সূত্র: Dictionary.com এর দিন বোধ হয় ফুরালো? এসে গেল Google Dictionary… জটিল একটি নতুন সার্ভিস!
-------------------------------------------------------------
আমার পরিচয় | আমার ব্লগ | ব্লগের নিউজলেটার (২৭৩জন পাঠক) | ব্লগের ফেসবুক পেজ (১০৯জন সদস্য)
-----------------------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।