আমাদের কথা খুঁজে নিন

   

চিএ জগতে-বিচিএ নাম



আমাদের দেশে এখন অনেক রকম ছবি হয় ,এই সেদিন একটি পোষ্টারে ছবির নাম দেখলাম -মা বড় না বউ বড় ,ছবির কাহিনী যানিনা কেননা আমি হলে গিয়ে ছবি দেখিনা তা যাই হউক - ছবির নাম টা পরে কেমন যানি মনে হলো ।সাথে সাথে আমার বন্দু বলল এটা কোন ব্যাপার না পরিচালকরা আমাদের দেশে তাদের ইচ্ছে মতই নাম দিয়ে থাকে,আর আমাদের এখানে এর চাইতে ভাল আর কি আশা করা যায়,--তোর ভাল লাগলে তুইও একটা ছবি বানিয়ে নাম দিতে পারিস কি নাম দেব? ও বললো কেন -নামের কি অভাব আছে? এই যেমন ধর------ বাল্টি ভরা প্রেম আকাশে উরে-----এমন একটা নাম দিলেই হয় আমার বন্দুর ধারনা -যে- আমার চাইতেও জঘন্র তা আর বুঝার বাকি রইলো না। কিন্তু আমাদের দেশে ও ভাল ভাল ছবি হয় যেমন-মনপুরা, আমার যানা মটে কেউ খারাপ বলেনী -আর নাম টাও খরাপ না আর তাই আমাদের পরিচালক দের অনুরোধ-তাড়া যেনো আমাদেরকে ভাল ছবি তার সাথা ছবির ভাল নাম দিয়ে আমাদেরকে হলে গিয়ে ছবি দেখার আগ্রহী করে তোলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।