আমাদের কথা খুঁজে নিন

   

এর চেয়ে হাস্যকর হরতাল এর আগে দেখেনি রংপুরবাসী

আমি শিক্ষানবীশ এবং কর্মী । সবার কাছ থেকেই শিখছি । সারা জীবনই হয়ত শিখে যাব। মজার কথা হলো রংপুরের টাউন হলের সামনের রাস্তাটায় যেখানে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি সেখানকার রাস্তার এক পাশটা বন্ধ করে রাখা হয়েছে। এবং হরতালের দিনেও সেখানে ভিড় লেগে যাচ্ছে।

তখন এই ব্যানার টাঙ্গিয়ে দেয়া হলো। সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বাইরে ছিলাম। রাস্তায় ঘুরেছি, জাগরণী মঞ্চে পোস্টার লিখেছি। তো সকালের দিকে হরতাল ভাঙ্গার জন্য কিন্তু 'টিনের চালে কাক, আমিতো অবাক'_ আমার আগেও অনেকে এসে হরতাল ভেঙ্গে তছনছ করে দিয়েছে। ভাংছে তো ভাংছেই.।

জামাত-শিবিরের হরতাল ভাঙ্গার যে কি মজা সেটা চায়ের দোকানদার হালিম মিয়া সকালে রাস্তার যানবাহন দেখে অট্টহাসি দিয়ে বলিল, হরতাল ভাঙ্গার মজা পাকা কাঠাল ভাঙ্গার মজার চাইতেও বেশি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।