আমাদের কথা খুঁজে নিন

   

হাজার হাজার টেরাকোটা সৈন্য এবং তাদের ঘোড়াগুলো পাহারা দিচ্ছে সম্রাট কিন

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...
যুদ্ধের জন্য সাজানো রয়েছে সৈন্য বাহিনী, হাজার হাজার টেরাকোটা সৈন্য এবং তাদের ঘোড়াগুলো পাহারা দিচ্ছে সম্রাট কিন শি হুয়াং এর সমাধি। সম্রাটের অনন্ত জীবনের প্রতিরক্ষার জন্য এই কাদামাটির সৈন্যগুলোকে মাটির নিচে সম্রাটের সাথে সমাধিস্থ করা হয়েছিল আজ থেকে প্রায় ২,০০০ বছরেরও বেশি সময় পূর্বে। চায়নার প্রথম সম্রাট কিন শি হুয়াং এর সমাধি শহর মাউন্ট লিশানের পূর্বাঞ্চলের একজন স্থানীয় কৃষক ১৯৭৪ সালে টিউবওয়েল বসাতে গিয়ে সম্রাটের মৃত্যু পরবর্তী নিরাপত্তায় নিযুক্ত একটি টেরাকোটা যোদ্ধার ভাঙা মস্তকের সন্ধান পান। পরে খুড়তে গিয়ে দেখা যায় টেরাকোটা নির্মিত বিপুল সৈন্য আর ঘোড়া দিয়ে ভর্তি হয়ে আছে মাটির নিচের বিশাল এলাকা। প্রতœতাত্ত্বিক খনন এই তিরিশ বছর পরে এখনো চলছে।

এ পর্যন্ত ৮০৯৯ টি ফিগার আবিষ্কার করা হয়েছে। ইনফেন্ট্রি, আর্চার, অফিসার মিলিয়ে এই বিপুল সংখ্যক টেরাকোটা সেনারা বেশির ভাগই দাঁড়িয়ে এবং কোনোটি হাঁটু গেড়ে বসে আছে। তাদের হাতে ধরা ব্রোঞ্জের তৈরি বিবিধ ধারালো অস্ত্রের সবই আসল। টেরাকোটা আর্মির প্রভাব পড়েছে চিনের বাইরেও। আমেরিকার টেক্সাসে বসবাসরত চায়নিজ এক ব্যবসায়ী ফরবিডেন গার্ডেন নামে চায়নিজ সংস্কৃতি ও ইতিহাস ভিত্তিক একটি আউটডোর মিউজিয়ামও গড়ে।

সূত্র: সায়েন্স-জোন ১ম এডিসন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।