আমাদের কথা খুঁজে নিন

   

::: ইউটিউব ভিডিওতে স্বয়ংক্রিয় ক্যাপশন যোগ করছে গুগল :::

আমি হয়ত মানুষ নই,মানুষ হলে আকাশ দেখে হাসব কেন...

শ্রবণশক্তিহীন ইন্টারনেট ব্যবহারকারীদের সুবিধার্থে ইউটিউব ভিডিওতে স্বয়ংক্রিয় টেক্সট ক্যাপশন যোগ করার ঘোষণা দিয়েছে গুগল৷ সম্প্রতি গুগল জানায় আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষায় পাওয়া যাবে এই স্বয়ংক্রিয় ভিডিও ক্যাপশন সুবিধা৷ শুধু তাই নয়, আপাতত ইউটিউবের ১৩ চ্যানেল পার্টনারের সরবরাহকৃত ভিডিওগুলোতেই থাকছে এই সুবিধা৷ তবে গুগল জানাচ্ছে পর্যায়ক্রমে সকলের আপলোডকৃত ভিডিওতে স্বয়ংক্রিয় ক্যাপশন যোগের সুযোগ থাকবে৷ নতুন এই ফিচার প্রসঙ্গে গুগলের ভাইস প্রেসিডেন্ট ভিন্ট কার্ফ জানান, গুগল বিশ্বাস করে পৃথিবীর যাবতীয় তথ্য সকলের কাছে সহজলভ্য হওয়া উচিত৷ ইন্টারনেটের জনক বলে খ্যাত কার্ফ আরো জানান, ভিডিও মাধ্যমের একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সবার কাছে তার সহজলভ্যতা নিশ্চিত করা৷ ৬৬ বছর বয়স্ক কার্ফ নিজেও একজন শ্রবণপ্রতিবন্ধী এবং ১৩ বছর বয়স থেকে তিনি কানে শোনার বিশেষ যন্ত্র ব্যবহার করছেন৷ আর তাই ইউটিউব ভিডিওতে ক্যাপশন যোগে ব্যক্তিগতভাবেও আগ্রহী ছিলেন তিনি৷ গত বছর পর্যন্ত ইউটিউবে সনাতন পদ্ধতিতে টাইপ করে ভিডিওতে ক্যাপশন যোগ করা যেতো৷ কিন্তু এই প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় সাইটটির অধিকাংশ ভিডিওতেই কোন ক্যাপশন যোগ হয়নি৷ তবে এখন ক্যাপশন যোগের পদ্ধতিটি স্বয়ংক্রিয় হওয়ায় এই সমস্যা অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ যদিও গুগলের অডিও ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, ভিডিওর সঙ্গে মাত্রাতিরিক্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কথা বলার ধরণ ভিন্ন হলে তা স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশনে রুপান্তর করা জটিল হবে৷ অবশ্য এই পদ্ধতির উন্নয়নে কাজ চালিয়ে যাবে তারা৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।