একজন সাধারণ মানুষ যে সব সময় সাধারনই থাকতে চায়
প্রতিদিন হিংসার চরিত্র প্রথায় ডুবে যাওয়া শিশুর
শুদ্ধ আত্মগুলি (যা অন্তিম মূহুর্তে দেখতে অপরিচিত ছিল)
সুন্দর আলোকবর্তিকা ধারন করে এসে
আমাকে এ সিদ্ধানে শপথ করিয়ে নিলো
একজন অনাগত সন্তানের অনিশ্চিত ভবিষৎ জেনে
কলুষিত এ সমাজ ব্যবস্থার অপরাধী কাল বাড়ন্ত দেখে
দীর্ঘস্থায়ী জীবনে ক্ষণস্থায়ী মৃত্য আজ স্বাভাবিক বলে
তুমি সন্তানহীন থেকো চিরকাল।
আমার এ সিদ্ধান্ত প্রকাশমাত্র কেউ কেউ
আমার জামা খুলে বুকটা দেখতে চেয়েছে
ওটা সিমারের মত কিনা। আমার প্রেমিকা
আমাকে ছেড়ে চলে গেছে । ভেবেছে এ বুকে
মায়াহীন এক অস্পৃদ ব্যঘ্রতার দৃষ্টি জলে
প্রখর আলোতে। অথচ আমি শিশুদের কাঁদতে
দেখলেই কেঁদে ফেলি।
প্রতিবাদের করুন ভাষায় যে শিশুটি
শরীর কে ভাস্কর্যের মূর্তমান মুর্তি বানিয়ে
রাস্তায় দাড়িয়ে বলে গেলো;
স্বাভাবিক জীবনের নিরপত্তা দিতে পারোনি
জন্ম দিলে কেন। আত্মিক শিশুদের শপথ
ওর এই কান্নার সাথে মানুষ শরীর ও রক্তের বন্ধনের
মত মিলিত হয়ে আমার শপথকে আরো দৃঢ়তার
পথ দিলো। ভাবলো- এই যে কান্নার
স্থায়িত্বকালের পাপ পৃথিবীর আলো বাতাসে
থেকে বললে শুধু তোমার পিতৃত্বের লোভে আমি কষ্টার্জিত,
স্বার্থক হয়ে ব্যর্থতার স্তুপ, জীবিতের নামে
প্রকৃত মৃত্যুর অনিশ্চিত জীবন ফসিল।
আমি কি দিয়ে সে পাপের লিখন স্তব্ধ করে দেবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।