আমাদের কথা খুঁজে নিন

   

ফটো ব্লগ - ২৬ ( আমাদের সবজি )

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

এই সময়ে গ্রাম বাংলায় সবজির আধিক্য পরিলক্ষিত হয়, গতকাল বিকেলে হাতে একটু সময় থাকায় বেড়িয়েছিলাম এসব সবজি বাগান দেখতে ।

হাতে সময় অল্প নিয়ে যাওয়ায় খুব একটা দেখ্তে পারিনি, তবে যেটুকু দেখতে পেরেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম । সরষে ফুলেরা ফুটতে শুরু করেছে, প্রকৃতিতে ওরা দিচ্ছে অনন্য সৌন্দর্য । এক কৃষাণী লাল শাক তুলছে, পাশে দেখা যাচ্ছে কপি ক্ষেত । পালং শাকের ক্ষেত, দেখতে অপরুপ লাউ শাক কৃষক মুলা তুলছে, আগামীকালকে বাজারে বিক্রি করার জন্য । ফ্ল্যাশের আলোতে কপি ক্ষেতের সৌন্দর্যটা ঠিক বুঝা গেল না ।

কলা ক্ষেতেও একটা শট নিলাম । ফেরার পথে শীতকালে গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য 'আগুন পোহানো'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।