লেখার কিছু পাই না, তাই আবোল তাবোল লিখি
১। ডাক নাম বনাম স্কুলের নামঃ
: তোমার নাম কি খোকা ?
: নাবিল |
: আহা, ডাক নাম নয়, স্কুলের নাম জানতে চাইছি |
: ও , স্কুলের নাম যাত্রাপুর প্রাথমিক বিদ্যালয় |
২। ভবিষ্যত কালঃ
শিক্ষক : ‘আমি একজন মানুষকে খুন করেছি’- এই বাক্যটাকে ভবিষ্যত কালে রূপান্তর করো তো |
ছাত্র : ‘আপনি শীঘ্রই জেলে যাবেন ' |
৩। শিক্ষাগত যোগ্যতাঃ
>নিয়োগকর্তা - আপনার শিক্ষাগত যোগ্যতা
>আবেদনকারী- আজ্ঞে এফ, এস, সি স্যার
>নিয়োগকর্তা - বা ভাল তারপর বলুন এই যে আপনাকেই বলছি , আপনার শিক্ষাগত যোগ্যতা কি?
>অপর আবেদনকারী (পুত্র) - আজ্ঞে বি এস, সি , স্যার
>নিয়োগকর্তা- বেশ খুশি হলাম । তা আপনার? হ্যা আমি এই ম্যাডামকে বলছি।
আপনার কোয়ালিফিকেশন জানতে চাইছি । মহিলা আবেদনকারী (মা) - আজ্ঞে এম, এস,সি
>নিয়োগকর্তা- বা । আপনারা দেখছি সবচেয়ে ভাল শিক্ষাগত যোগ্যতা রাখেন ।
>স্যার আপনি একটু বোধ হয় ভুল করছেন
নিয়োগকর্তা - কেন? কেন ?
>মহিলা- আজ্ঞে এম, এস, সি মানে মাদার অব সেভেন চিলড্রেন
>পুরুষ- আজ্ঞে আমি ফাদার অব সেভেন চিলড্রেন ।
>ছেলে- আমি ব্রাদার অব সিক্স চিলড্রেন
৪।
তিন নম্বরটা খাওয়া যাবেঃ
দুই নান(চার্চের সিস্টার) গেছে কাঁচাবাজারে সব্জি কিনতে। ঘুরে ঘুরে এটা দেখে সেটা শুঁকে কিছুতেই পছন্দের সাইজের মুলা কিনতে পারলো না তারা। শেষমেশ তারা শসাঅলার কাছ থেকে দুটো শসা কিনলো।
শসাঅলা একগাল হেসে বললো, “নেন সিস্টার, এই যে আরেকটা। আজকে আমার ইস্পিশাল বিক্রি, দুইটা কিনলে একটা ফ্রি।
”
এক নান অন্যজনের দিকে ফিরে বললো, “বাহ্, মন্দ কী? চল, তিন নম্বরটা খাওয়া যাবে। :
-----------------------------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।