আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগ - চিম্বুক টু নীলগিড়ি টু বান্দারবান

সামু কি ছিল, আর কি হয়ে গেল !

বেশকয়েকটা ছবিওয়ালা পোস্ট দেখলাম নীলগিড়ি নিয়ে, আমিও একটা দিয়ে দিলাম। গত বছর পুজার ছুটিতে তোলা। অনেক অনেক অসাধারন ছবি তুলতে পারি নাই, গাড়িতে থাকার জন্য। ওতে দুঃখ নাই, কারন যেগুলো তুলেছিলাম, পরে পিসিতে নিয়ে দেখি আমরা যা দেখেছিলাম, ক্যামেরা তার ১০% ও ধরতে পারে নাই, এতো সুন্দর জায়গা সেটা। সবার জন্য একবার হলেও ঘুরতে যাওয়া মাস্ট।

ক্যামেরাঃ সনি এরিকসন ডব্লু ৮১০ আই। উঠছি গাড়িতে চিম্বুকের কাছাকাছি চিম্বুকের উপর থেকে তোলা নীলগিড়ি ক্যান্টিন, এতো উপরে যে চা আর কোক পাবেন সেটাই কি অনেক না? নীলগিড়ির উপর থেকে তোলা এটাও, নীলগিড়ি ক্যান্টিন থেকে নেয়া পীক ৬৯ - বাংলাদেশ আর্মি একটা জিনিয়াস টায়ার পাঙ্কচার, রাস্তায় নামছিলাম তখন বিকট শব্দে টায়ারের দফারফা। ড্রাইভার হাচর পাচর করে গাড়ি থামাতে আমাদের জানটা বাচে, কারন গাড়ি থেকে নেমে ঢাল দেখে আমাদের মুখ দিয়ে কোন কথা বের হয় নাই। আর ৩-৪ সেকেন্ড দেরি হলে নিখোজ হিসেবে আমাদের নাম পেপারে উঠতো। বাকি রাস্তা সাথের দুইটা মেয়ে চোখ বন্ধ করে রাখে।

যা হওয়ার তো হলই, কিছুক্ষন হাটা যাক। গাড়িতে থাকার সময় যে ছবিগুলো তুলতে পারি নাই, হাটার সময় বুঝতে পারলাম কি কি মিস করেছি। হাটছি, ভিউ টা আমার বেস্ট একটা ছবি হাটার পথে আরো কয়েকটা ওপাশের ঘরে থাকাটা ভালোই হবে পাহাড়ে মেঘের খেলা - ১ পাহাড়ে মেঘের খেলা - ২ বৃস্টি হয়েছিলো মাঝে, এর পরের প্রকৃতি একটু বৃস্টি পেলেই সব সবুজ হয়ে যায়, নামার পথে পৌছে গেলাম শহরে এর পরে টাইগার হিলের কিছু ছবি দিব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।