(উৎসর্গ- সহ-ব্লগার কল্যানীয়াসু সহেলীকে)
কনক চাঁপা গাছের নীচে হঠাৎ দেখা
ছিপছিপে শ্যামা তনু, সুরের লহর
কমলা কোয়া ঠোটে আলতো হাসি
মায়াবী চোখে দুষ্ট ঝিলিক --
আবেশিত মন, বিহ্বল আমি
জন্ম নেয় প্রথম দর্শনে প্রেম ।
ভবিতব্য সময়ের হাত ধরে ভালবাসায় স্নাত
খেয়ালী তুমি কবে যে হারালে কিশোরী খোলস
হয়ে ওঠলে পরিপূর্ণ নারী
সময় স্রোতে বুঝোনি তুমি....
শুয়ো পোকা কি বুঝতে পারে
খোলস ছেড়ে একদিন সে হয়ে যায় রঙ্গীন প্রজাপতি!
নারী, তুমি স্পর্শ করলে আমায়
ছেলে আমি বদলে গেলাম
হয়ে ওঠলাম দুরন্ত পুরুষ তোমার ;
বিপ্রতীপ সময়ে উবে যাওয়া
গোলাপ সুগন্ধীর মতো উধাও হল
আমার ভেতরকার ছেলে মানুষ
হারিয়ে গেল 'যখন চাহে এ মন যা"
বালোকচিত সেই মন
অত:পর ঋদ্ধ আমি, শৃঙ্খলিত হই
পুরুষালী কঠোর বৃত্তে --
এখন আর পারি না, পারি না
কনক চাঁপা ঐ গাছের নীচে
বয়ো:সন্ধির সেই আবেগে
তোমার সাথে আর এক্কা দোক্কা খেলতে-
রূপান্তরিত মেয়ে, এখন নারী
তুমিও কি পারো সেই আগের মতোন?
মেয়ে, তবুও কেন খুঁজো তুমি সেদিনের সেই ছেলেকে?
ছেলে সে তো উধাও এখন
হারিয়ে গেছে এই পুরুষে
কীভাবে পাবে তারে, বলো তুমি-
এক নদীতে দুবার সাঁতার কাটবে তুমি কেমন করে?
কখনো কি আর ফিরে পাবে, ফিরে পাবো
প্রথম স্পর্শের সেই শিহরণ
জরায়ু মুক্ত মানব শিশুর সেই আনন্দ
অপার বিষ্ময়, প্রথম কান্নার মাহেন্দ্রক্ষণ !
মেয়ে, তবুও কেন খুঁজো তুমি সেদিনের সেই ছেলেকে?
(পাদ টীকা- সহব্লগার সহেলীর 'ছেলে তোমার সময় কোথায়?' (Click This Link) কবিতাটিই বর্তমান কবিতার উৎসমুখ।)
ছবি সূত্র: গুগোল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।