আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার অঘোষিত জন্মদিন

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...

আজ আমার অযোষিত জন্মদিন............ ভাবতে ভালোই লাগছে..................... এই পযর্ন্তু কেউ উইস করলো না........... কিন্তু........................................ তার মানে সবাই আমার এই অযোষিত জন্মদিন টা ভুলেই গেছে...... আজ হতে বহু বছর আগে এই দিনে আমার জন্ম হয়নি................ কিন্তু আমার জন্মদিন আজ ১/১২....................................... কেউ আমার এই জন্মদিনটি মনে রাখার প্রয়োজন বোধ ও করলোনা.... সবাই আমার ১/২ জন্মদিনটিই মনে রাখলো............................ আরে বাবা ১/২ আর ১/১২ এর মধ্যে পার্থক্য মাত্র ১................... আজ আমার পৃথিবীর স্বীকৃত জন্মদিন মানে সার্টিফিকেট অনুযায়ী..... যদিও আসল জন্মদিন ১লা ফেব্রয়ারী সবাই কি সেই দিনটি আমরা এত সহজে ভুলিতে পারি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।