সামু কি ছিল, আর কি হয়ে গেল !
এটা ঠিক কোন ট্যুরের ছবি না। তারিখটা মনে নাই, বেশীদিন আগের না। সারারাত অনেক বৃষ্টি ছিল, সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়ে দেখি আমার বাসার সামনে পানি। ঢাকায় থেকে পেপারে পরেছি যে অমুক এলাকায় বৃষ্টি হলেই পানি ওঠে কিন্তু নিজের চোখে পানি ওঠা দেখা আমার এই প্রথম। চান্স যখন পেলাম আর মোবাইল তো সাথেই আছে, তখন আর কিসের অফিস, ভাবলাম গ্রীনরোড থেকে ছবি তুলতে যাই যতদুর যাওয়া যায়।
নিচের ছবি গুলো সব সেদিনের।
শেষ পর্যন্ত গ্রীনরোড থেকে রিক্সাতে ফার্মগেট, আর সেখান থেকে হেটে হেটে মহাখালী। বৃষ্টির জন্য মোবাইল বাচিয়ে তুলতে হয়েছে, অনেক সময় ব্যালান্স হারানোর ভয়ে ছবি তুলার চিন্তা বাদ দিয়ে হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সবচেয়ে বাজে অবস্থা ছিল, আমি ডিভাইডারের উপর উঠে হাটতে গিয়ে দেখি আমার কোমর ছাড়ানো পানি।
সাধের মোবাইলটা ইন্তেকাল করে সেদিন, এখন কোনমতে বেচে আছে কিন্তু ছবি তুলতে পারে না।
গ্রীনরোডে, আমার বাসা থেকে নেমেই
বেচারা টয়োটা কারিনা, গ্রীনরোড
গ্রীনরোড-পান্থপথ সিগনাল
ফার্মগেট আই-বি-এ হোস্টেল
আর কোথায়, বিজয় স্বরণী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যত খেল
ঢাবির ছেলেদের আপ্রান চেস্টা নিজেদের বাসটাকে সামনে নেয়া, ট্রাকটা কিন্তু একেবারের থেমে গেছে
আহারে!
মহাখালী ফ্লাইওভারের উপর থেকে নেয়া
আগের পোস্টঃ কাপ্তাই
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।